Bangla News Dunia, জয় রায় :- করোনা মোকাবিলায় গত মঙ্গলবার সারা দেশে লক ডাউন ঘোষণা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্যেশে ভাষণ দিয়ে বলেন সারা দেশে করোনা মোকাবিলায় ২১ দিনের লক ডাউন ঘোষণা করা হল। তার পরই তার বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় বলেন প্রধানমন্ত্রী লক ডাউন তো ঘোষণা করলো কিন্তু সাধারণ মানুষ কি খাবে , কি ভাবে বেঁচে থাকবে। সরকার তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বারবার ইশারায় কেন্দ্রকে তোপ দেগেছেন।
এখন যখন কেন্দ্র সরকার বিভিন্ন ঘোষণা করছেন তখন বোঝা যাচ্ছে যে , সরকার দেশের উদেশ্যে করোনা রুখতে তড়িঘড়ি লক ডাউন ঘোষণা করেছে। সরকারের কাছে দেশ বাসীর জন্য ঘোষণা করার সময় ছিলোনা অথবা সরকার সময় নষ্ট করতে চায়নি।
[ আরো পড়ুন :- করোনা নিয়ে দেশবাসীকে কি বার্তা দিলেন অমিতাভ বচ্চন ! দেখুন ভিডিও ]
আগের দিনই সরকারের তরফ থেকে জানানো হয় দেশের ৮০ কোটি মানুষের কাছে চাল – ডাল পৌঁছে দেওয়া হবে। আর আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রেস কনফারেন্স করে আরো ঘোষণা করেন। এই প্রেস কনফারেন্স অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান গরিবদের ব্যাঙ্ক একাউন্ট – এ সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে। এছাড়া বর্তমানে চলা বেশ কিছু প্রকল্পের সুযোগ সুবিধা বাড়াবে কেন্দ্র। চলুন ঘোষণা গুলো দেখে নেওয়া যাক –
সরকার ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলো। সাধারণ মানুষের কাছে সরাসরি খাদ্য সরবরাহ করা হবে। যাতে কোনো ব্যাক্তি অভুক্ত না থাকে তাই পর্যপ্ত পরিমানে খাদ্য সরবরাহ করা হবে।
শহর ও গ্রামের মানুষের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা। যারা চিকিৎসার সাথে যুক্ত আছেন তাদের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ বীমা দেওয়া হবে। ডাক্তার , নার্স , স্বাস্থ কর্মী , আশা কর্মী সকলেই এই বীমা পাবেন।
[ আরো পড়ুন :- আগামী ৪৮ ঘন্টায় বাড়বে পারদ ]
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আগামী তিন মাস ধরে মাথা পিছু ১০ কেজি করে চাল অথবা গম দেওয়া হবে। আর পরিবার পিছু ১ কেজি করে ডাল দেওয়া হবে। সম্পূর্ণটাই বিনামূল্যে দেওয়া হবে , ৮০ কোটি মানুষকে।
কৃষকদের ২ হাজার করে টাকা দেবেন সরকার। যারা প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার মাধ্যমে টাকা পায়ে থাকেন তাদের এপ্রিল মাসের শুরুতেই ব্যাঙ্ক একাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে।
মহিলাদের জনধন একাউন্ট এ আগামী তিন মাস ধরে ৫০০ টাকা করে দেওয়া হবে।
ই পি এফ – এ নথিভুক্ত কর্মচারীরা আগামী তিন মাসের বেতন অথবা পি এফ – এ জমা টাকার ৭৫ শতাংশ নিতে পারবেন।
১০০ দিনের শ্রমিকদের মুজুরি বাড়িয়ে ২০২ টাকা প্রতিদিন করা হল।
প্রায় ৩ কোটি প্রবীণ নাগরিক , দরিদ্র বিধবা ও প্রতিবন্ধীদের ব্যাঙ্ক একাউন্টে ১ হাজার টাকা করে দেবে সরকার।