Bangla News Dunia, জয় রায় :- সারা দেশে লক ডাউন ঘোষণা করার পর থেকে মানুষকে লক ডাউন ভাঙতে দেখা যায়। বিভিন্ন জায়গায় মানুষ একসাথে জড়ো হতে দেখা যায়। তার জন্য সরব হতে দেখা যায় বিভিন্ন নেতা ও আমলা দের। কিন্তু সাধারণ মানুষ ঘরে থাকতে রাজি নয় তাই প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করোনার যোদ্ধা তৈরির কথা আগেই বলেছেন। প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে করোনা ওয়ারিয়র দের তাঁদের পরিবারের লোকেদের ঘর থেকে বাইরে যাওয়া থেকে আটকাবার মেসেজ দেন।
https://www.instagram.com/p/B-KVs9xngIF/?utm_source=ig_web_copy_link
এইদিন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে বাচ্চাদের থেকে সাহায্য চান। ঋত্বিক বলেন ” হ্যাল্লো বাচ্চারা , আজকে আমার আপনাদের সাহায্য চাই। আমার মনে হয় এখন আপনারাই কিছু করতে পারবেন করোনাকে হারাতে। কিছু বড় যারা শুধু নামেই বড় , এই বড় দের জাগাতে হবে আর করোনাকে হারাতে হবে। এই বড়দের বোঝাতে হবে এই করোনা ভাইরাসের সাথে লড়াই করতে ঘরের বাইরে যাওয়াতে কোনো বাহাদুরি নেই , ঘরের মধ্যে থেকেই লড়াই করতে হবে। ঘরে থেকে সাহস দেখতে হবে। আমি জানি কিছু বড় আছে যারা কারো কথা শোনেনা , কিন্তু তারা আপনার কথা শুনবে। যখন আপনি তাদের বুঝবেন যে আপনার তার প্রতি চিন্তা আছে এবং আপনি যখন তাদের সোশ্যাল ডিস্টেন্স অথাৎ সামাজিক দূরত্বের মাহাত্ম বোঝাবেন তখন তারা আপনার কথা মানবে ও সব রকম আইন মানবে।
[ আরো পড়ুন :- এবার রাজ্যেই জঙ্গি কার্যকলাপে ধরা পড়লেন ২১ বছর বয়সী যুবতী ]
ঋত্বিক আরো বলেন , আপনি করবেন তো আমার এই কাজ , এছাড়া তিনি আরো বলেন , হ্যা আপনাকে নিজের ও পুরো খেয়াল রাখতে হবে। আর হ্যা আমাদের সবাইকে একসাথে আসতে হবে , এই বড়দের জাগাতে হবে আর করোনাকে হারাতে হবে।
इन बड़ों को जगाना है।
.
A message from me to all my young friends out there. You can be the hope and the heroes in this fight. @mybmc #indiavscorona #stayhomesavelives #indiafightscorona pic.twitter.com/nTW5TTnPGc— Hrithik Roshan (@iHrithik) March 27, 2020