Bangla News Dunia, দীনেশ দেব :- করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা দেশে আক্রান্তের সংখ্যা ৮০০ হতে চলো। এরই মাঝে কিছু অসাধু মানুষ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর প্রচার করছে। আর কিছু মানুষ আছে যার ওই অসাধু মানুষদের কথা বিশ্বাস করে সেই মেসেজ টিকে তার পরিবার ও বন্ধু – বান্ধবের সাথে শেয়ার করছেন। এই মানুষরা না জেনেই এই খবর প্রচার করছেন। এতে সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে যে , করোনা ভাইরাসের জন্য দেশে লক ডাউন থাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হবে। এমনকি এই ভুয়ো খবরের সাথে সরকারি নির্দেশ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
[ আরো পড়ুন :- এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ]
এর আগে রাজ্যে ডাক্তারদের ও স্বাস্থ কর্মীদের মনোবল ভাঙার জন্য সোশ্যাল মিডিয়ায় ডাক্তাররা এই ভাইরাসে আক্রান্ত হবার খবর প্রচার করা হয়। রাজ্যের প্রশাসনের তরফ থেকে এটি ভুয়ো খবর বলে জানানো হয়। এমনকি যারা এই ভুয়ো খবর প্রচার করেছে তাদের উপর আইনি ব্যবস্থা নেবে সরকার এমনটা জানানো হয় ।
দেশে লক ডাউন ঘোষণা হবার পর কেন্দ্র সরকারের তরফ থেকে যে সারকুলার জারি করা হয় তাতে স্পষ্ট করা হয় যে লক ডাউন চলা কালীন সারা দেশে ইন্টারনেট পরিষেবা চালু থাকবে ও যারা এই পরিষেবা দেবার সাথে যুক্ত তারা কাজ করবেন।
তবে লক ডাউন চলা কালীন প্রচুর মানুষ বাড়িতে থাকার ফলে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করবেন। তখন ইন্টারনেট পরিষেবার উপর চাপ বাড়বে। আর সেই চাপ কমাবার জন্য OTT নেটওয়ার্ক গুলি তাদের ব্যান্ডউইথ কম করবে ফলে আপনি এখন থেকে ভিডিও HD কোয়ালিটির বদলে SD কোয়ালিটিতে দেখতে পাবেন। এতে আপনার ইন্টারনেট কম ব্যবহার হবে ও তার ফলে ইন্টারনেট পরিষেবার উপর চাপ কমবে।