Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ৮২ বছরের বৃদ্ধা সম্প্রতি অসহ্য তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন। ব্যথা নিরোধক কোনও ওষুধ কাজ করছিল না। বৃদ্ধার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে তাঁর জরায়ুতে রয়েছে বিশাল আকৃতির টিউমার। অবশেষে অসাধ্যসাধন হল পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালেই। জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে বৃদ্ধার জরায়ু থেকে বেরল দু’কেজি ওজনের টিউমার। নবজীবন লাভ করলেন বৃদ্ধা।
নদিয়া জেলার মাটিয়ারির বাসিন্দা তুফানি দাস। তিনি সম্প্রতি তলপেটে অসহ্য যন্ত্রণা ভোগ করছিলেন। যন্ত্রণা ক্রমশই যেন সারা শরীরে ছড়িয়ে পড়ে। বোঝা যায় জরায়ুতে বড়সড় একটি টিউমার দেখা গিয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় দেখার পর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন বয়সের কথা ভেবে ওই বৃদ্ধার পরিবারের কয়েকজন অস্ত্রোপচার করাতে রাজি হননি। চিকিৎসকরা তাঁদের অভয় দেন। তাতে আশ্বস্ত হন তাঁরা।
কাটোয়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। তারপর বৃদ্ধার অস্ত্রোপচার করা হয়। প্রায় এক ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। টিউমারটিকে বের করা সম্ভব হয়। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডা: সৌভিক আলম বলেন, “সাধারণত মহিলাদের প্রজননক্ষম বয়সে জরায়ুতে সবচেয়ে বেশি যে টিউমারটি হতে দেখা যায় তা ফাইব্রয়েড বা মায়োমা। জরায়ুর পেশির অতিরিক্ত ও অস্বাভাবিক বৃদ্ধির ফলে এই টিউমারের সৃষ্টি হয়। ওই বৃদ্ধার জরায়ুতে প্রায় দু’কেজি ওজনের মায়োমা ছিল। আপাতত ওই বৃদ্ধা সুস্থ রয়েছেন।”
আরো পড়ুন :- অনুপমকে রুখতে কি ব্যবস্থা নেবে বিজেপি ?
শল্য চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “অনেক আগে থেকেই ওই টিউমার জন্ম নেয়। দীর্ঘদিন চিকিৎসা না করানোর ফলে এতটা বড় আকার ধারণ করে। এটা ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। এখন অবশ্য রোগী সুস্থই রয়েছেন।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল