করোনাকে মোকাবিলায় আসামে ২ মাসে ৫ টা হাসপাতাল করার সিদ্ধান্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – করোনা মোকাবিলা করার জন্য আমাদের প্রতিবেশী রাজ্য অসম খুব তৎপর হয়ে উঠেছে । সেখানে স্বাস্থ মন্ত্রী বলেছেন যে আগামী ২ মাসে মোট ৫ টি প্রি-ফেব্রিগেটেড হাসপাতাল তৈরী করবে তারা । যেখানে প্রতিটা হসপিটালে ৩০০টি করে শয্যা থাকবে ।

শুধু এখানেই তারা থেমে থাকেননি , যাতে কোনো রুগীর চিকিৎসাতে কোনো খামতি না থাকে তাই তারা রাজ্যের আরো তিনটে মেডিকেল কলেজে করোনা মোকাবিলা করার জন্য যথা যত ব্যবস্থা নিয়েছেন । তারা ওই মেডিকেল কলেজ গুলোকে করোনা মোকাবিলা কেন্দ্র হিসাবে গড়ে তুলবেন । আর যারা করোনা  সংক্রামিত নন কিন্তু অন্য রোগে ভুগছেন আর হসপিটালে যেতে চান তাদের কে অন্য বেসরকারি হসপিটালে যেতে বলবেন । এর জন্য যা খরচ হবে তা অসম সরকারি বাহন করবেন বলে জানানো হয়েছে ।

[ আরো পড়ুন :- ইতালিতে ৪৫ জন চিকিৎসক মারা গেলেন , আক্রান্ত আরো ৬০০০ জন ]

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন “প্রত্যেকটা হাসপাতাল বানাতে খরচ পর্বে আনুমানিক ৪০ থেকে ৪৫ কোটি টাকা , যা কিছু নির্বাচিত সাংসদ , সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের দেওয়া টাকা থেকেই এই হাসপাতাল গড়ে তোলা হবে । গুয়াহাটি মেডিকেল কলেজ এ চিকিৎসা করতে আসা সমস্ত মানুষের দায়িত্ব নেবে রাজ্যের ৩৬ টি বেসরকারি নার্সিং হোম ও চিকিৎসা কেন্দ্র ” ।

একরকম ভাবেই ডিব্রুগড় ও শিলচর এর আরো মেডিকেল কলেজ গুলোকেও রূপান্তরিত করা হবে করোনা মোকাবিলা করার চিকিৎসা কেন্দ্র হিসাবে । এখানে সব মিলিয়ে প্রায় ৫০০০ শয্যা আছে বলে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ।

[ আরো পড়ুন :- করোনায় যে কোনো প্রকার সাহায্যের জন্য ” নমস্কার ” লিখুন। হোয়াটস আপ নম্বর চালু মোদী সরকারের ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন