Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আপনার বাচ্চা কি পড়াশুনায় মন দিচ্ছে না ? বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে বাচ্চাদের স্টাডি রুম বা পড়াশোনার কক্ষ তৈরি করলে সুফল পেতে পারেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী ঘর সাজালে তা ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে। ঘরের মধ্যে বাচ্চাদের স্টাডি রুম তৈরির সময়ও বাস্তু শাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
বাস্তু শাস্ত্র মতে বাচ্চাদের স্টাডি রুমের ছবি নির্বাচনের সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করা উচিত। স্টাডি রুমে এমন ছবি লাগানো উচিত, যা বাচ্চাদের পড়াশোনায় মনোনিবেশ করতে সাহায্য করে। বাস্তু মতে স্টাডি রুমে এমন ছবি লাগানো উচিত, যা তাঁদের অনুপ্রাণিত করে।
স্টাডি রুমে কোন ছবি ব্যবহার করবেন ?
বাস্তু শাস্ত্র মতে স্টাডি রুমে উদিত সূর্য, সাতটি ঘোড়া, আকাশে উড়ে যাচ্ছে এমন পাখির ছবি লাগানো উচিত। হাসিখুশি, ভালো ছবি লাগানো উচিত। এ ছাড়াও কোনও বিদ্বান, বিজ্ঞানী, লেখক ইত্যাদি গুণী মানুষের ছবি লাগাতে পারেন। বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করবে।
বাস্তু মতে বাচ্চাদের স্টাডি রুমে এমন কোনও ছবি লাগাবেন না, যার ফলে বাচ্চাদের মন বিচলিত হয়ে যায়। আর যা বাচ্চাদের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। দুঃখদায়ক, যুদ্ধের, হিংস্র ছবি লাগাতে নেই। ফিল্মের পোস্টারও লাগাবেন না। স্টাডি রুমের দিক, রঙ, আসবাবের ওপরও নজর রাখা উচিত।
বাচ্চাদের স্টাডি রুম হতে হবে পূর্ব, উত্তর দিক বা ঈশান কোণে। বাচ্চার মুখ যাতে উত্তর দিকে থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। পড়াশোনার টেবিল যাতে ভাঙাচোড়া না-হয়। পড়াশোনার কক্ষে কখনও আয়না লাগাবেন না। কারণ আয়নার প্রভাবে বাচ্চারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )