মে মাসেই ইতালির অবস্থা উন্নতি হতে পারে। মৃত্যু মিছিল জারি থাকলেও অবস্থার উন্নতির পথে !

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia, অজয় দাস :- করোনা ভাইরাস সারা বিশ্বে তার প্রভাব ফেলেছে। আর এই ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। ইতালিতে এখন পর্যন্ত ১২ হাজার ৪২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত ১ লাখ ৫ হাজারের বেশি। এরই মধ্যে একটু স্বস্থির খবর আসছে ইতালিতে আসতে আসতে মৃতের সংখ্যা কমছে। আগে যেখানে প্রতিদিন গড়ে ৯০০ থেকে ১০০০ জন মারা যাচ্ছিলেন , সেখানে এখন প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মানুষ মারা যাচ্ছেন। অথাৎ মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। এছাড়া নতুন করে আক্রান্তের সংখ্যা ও কমছে। এখন প্রতিদিন প্রায় ৪০০ মানুষই আক্রান্ত হচ্ছেন।

ইতালির এই পরিসংখ্যান দেখে বিশেষজ্ঞদের মত ইতালিতে এই ভাইরাস এখন একজন থেকে আরেক জনের মধ্যে ছড়িয়ে পড়ছে না। আগে যাদের মধ্যে ছড়িয়ে পড়েছিল তারাই ও তাদের পরিবার আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্ত না হওয়ায় আশার আলো দেখছে বিশেষজ্ঞরা। তারা বলেন এই ভাবে চলতে থাকলে মে মাসের দিকেই আবার স্বাভাবিক হবে ইতালি।

[ আরো পড়ুন :- করোনার টিকা তৈরিতে এগিয়ে এলো জনসন এন্ড জনসন ]

ইতালিতে মানুষ এই ভাইরাস আসার পরেও নিজেদের করেনটিনে রাখেননি। এমন কি যখন সারা বিশ্বে এই ভাইরাসের নাম চীনা ভাইরাস বলে প্রচার করা হচ্ছিলো। তখন চীনারা ইতালিতে একটি ক্যাম্পেইন করেন। যাতে তারা বলেন চীনারা এই ভাইরাস ফেলায় নি। যদি ইতালিয়ানরা চায় তাদের বুকে জড়িয়ে ধরতে পারে। তার পরেই বহু ইতালিয়ান এই ক্যাম্পেনে অংশ গ্রহণ করেন। আর তারা যেহেতু একে অপরকে জড়িয়ে ধরে তাই এই ভাইরাস খুব সহজে তাদের মধ্যে ছড়িয়ে পরে। আর তার ফলেই আজ ইতালির এই অবস্থা। এই ভাইরাস থেকে বাঁচতে বর্তমানে একটিই  উপায় , সোশ্যাল ডিসটেন্স অথাৎ সামাজিক দূরত্ব বজায় রাখা।

[ আরো পড়ুন :- করোনায় মৃত্যু প্রবাসী ভারতীয় ডাক্তারের  ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন