কতক্ষন বাঁচে করোনা ফোনে জানা গেলো সমীক্ষায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News  Dunia, সারদা দে :- কতক্ষন বাঁচে করোনা ফোনে জানা গেলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায়।  জীবাণু ও ভাইরাস  সংক্রমনের অন্যতম প্রধান মাধ্যম হলো স্মার্টফোন। এই ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে অনেকেই স্মার্টফোন ব্যবহার করা কমিয়ে দিয়েছেন।  সংক্রমণের ভয়ে অনেকে পছন্দের গ্যাজেটিকে নিয়মিত জীবাণুমুক্ত করে ব্যবহার  করছেন।  এখন প্রশ্ন এই স্মার্টফোনে কতক্ষন বাঁচে নোভেল করোনা ভাইরাস ? সম্প্রতি এক রিপোর্টে বেরিয়েছে এই প্রশ্নের উত্তর ।

[ আরো পড়ুন :- করোনার টিকা তৈরিতে এগিয়ে এলো জনসন এন্ড জনসন  ]

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে  ২০০৩ সালের SARS-CoV কাঁচের উপরে বেঁচে থাকতে পারতো প্রায় ৯৬ ঘন্টা বা চার দিন এবং শক্ত প্লাস্টিকে বেঁচে থাকতে পারতো প্রায় ৭২ ঘন্টা বা তিনদিন।  সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ জানিয়েছে যে নোভেল করোনা ভাইরাস (SARS-CoV-২) স্টিল কিংবা শক্ত প্লাস্টিকে বেঁচে থাকতে পারে প্রায় ৭২ ঘন্টা বা ৩ দিন। ওই সমীক্ষায় আরো জানানো হয়েছে যে কাঠের উপরে এই ভাইরাসের বেঁচে থাকার সময়সীমা ২৪ ঘন্টা।  যদিও তামার উপরে মাত্র চার ঘন্টা বাঁচতে পারছে এই ভাইরাস।

[ আরো পড়ুন :- করোনায় মৃত্যু প্রবাসী ভারতীয় ডাক্তারের  ]

২০০৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের সমীক্ষা থেকে জানা গিয়েছে যে কাঁচের উপরে প্রায় ৯৬ ঘন্টা বেঁচে থাকতে পারবে নোভেল করোনা ভাইরাস। সব স্মার্টফোনেই কাঁচ থাকে।  স্মার্টফোনে সামনে পিছনে কাঁচ অথবা প্লাস্টিক  থাকে।  তবে শুধু  স্মার্টফোন থেকেই নয়  বিভিন্ন গ্যাজেট যেমন স্মার্টফোনওয়াচ ,ট্যাবলেট থেকেও ছড়াতে পারে এই ভাইরাস।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন