আবহাওয়ার পরিবর্তনে চোখে কনজাংটিভাইটিস সংক্রমণের আশঙ্কা ! দেখুন মুক্তির উপায় ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আসছে শীত, মানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার পরিবর্তনের কারণে চোখে কনজাংটিভাইটিস সংক্রমণের আশঙ্কা থাকে। এতে চোখ লাল হয়ে যায়, জল বের হতে থাকে এবং ক্রাস্ট ও স্লাইমও বের হতে থাকে। ব্যাকটেরিয়া সংক্রমণ বা অ্যালার্জির কারণে হতে পারে। এছাড়া ঠাণ্ডা ও গরমের কারণেও এটি হয়ে থাকে। তাছাড়া কন্টাক্ট লেন্স, ময়লা, ধোঁয়াও এর কারণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এর মোকাবিলা সম্ভব ?

১. এটি একটি সংক্রামক রোগ। তাই কনজাংটিভাইটিস হয়েছে কারও সংস্পর্শে এলে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে।

technical coching 2

২. কোনও জিনিসে যদি আপনার অ্যালার্জি থাকে এবং আপনি যদি সেটির সংস্পর্শে আসেন তাহলে হতে পারে কনজাংটিভাইটিস।

যদি চোখে কনজাংটিভাইটিস হয় তাহলে উজ্জ্বল আলো বা রোদে খালি চোখে বাইরে যাবেন না। বাইরে গেলে সানগ্লাস পড়ে যাবেন। কোনও কিছু স্পর্শ করার পর হাত ধুয়ে নিন। অন্যদের থেকে থেকে দূরত্ব বজায় রাখুন। কারণ এটি একটি সংক্রামক রোগ।

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

যা করা উচিত —-

১. কারও কনজাংটিভাইটিসের সমস্যা হলে প্রত্যেকের সঙ্গে দূরত্ব বজায় রাখা উচিত।

আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ

২. কনজাংটিভাইটিসের প্রাথমিক লক্ষণই হল চোখে প্রচণ্ড ব্যথা। তাই চোখে যদি অত্যধিক ব্যতা অনুভব করেন তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন