করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো ! আক্রান্ত ১০ লাখ

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ মিলিয়ন অথাৎ ১০ লাখ ছড়ালো। একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যায় স্পেনে।  সেখানে একদিনে ৯৫০ জনের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘন্টায় মৃত্যু সারা বিশ্বে সবচেয়ে বেশি। করোনায় এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে। যার মধ্যে আমেরিকায় সবচেয়ে বেশি যেখানে এখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে। এছাড়া আমেরিকায় এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

[ আরো পড়ুন :- কাল ফের একবার দেশবাসীকে ভিডিও বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ]

আমেরিকা ছাড়া ইতালিতে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ১৩ হাজার ৯০০ বেশি মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘন্টায় সেখানে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। তবে এখন ইতালিতে আক্রান্তের ও মৃতের সংখ্যা আসতে আসতে কমতে চলেছে।

স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন ,যাদের মধ্যে ১০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে তাদের জীবন হারিয়েছেন। স্পেনে একদিনে অথাৎ ২৪ ঘন্টায় ৯৫০ জনের মৃত্যু হয়েছে। যা সারা বিশ্বে একদিনে মৃত্যু সবচেয়ে বেশি।

এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ইরান যেখানে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ৩ হাজার ১৬০ জন। তবে ইরানের স্বাস্থ ব্যবস্থা উন্নত না হওয়ায় এই মৃত্যুর হার বাড়তে পারে।

করোনা ভাইরাসে এখন পর্যন্ত ফ্রান্সে প্রায় ৫৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া ব্রিটেনে এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন।

[ আরো পড়ুন :- করোনা মহামারীর সুযোগ নিয়ে নৃসংশ হামলার ছক ISIS -এর ]

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন