Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : একপাটি হাওয়াই চপ্পলের দাম প্রায় 9,000 টাকা! সম্প্রতি এমনই একটি হাওয়াই চপ্পলের বিজ্ঞাপন দেখে চোখ কপালে ওঠার জোগাড় নেটিজেনদের। হুগো বস নামক জনপ্রিয় সংস্থার এই হাওয়াই চপ্পলের দাম রাখা হয়েছে 8,890 টাকা। অর্থাৎ এই হাওয়াই চটিটি কিনতে গেলে কড়কড়ে 9,000 টাকা খসাতে হবে আপনাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি।
যেই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে, তাতে এই চটিটিকে খুবই সাধারণ বলেই মনে হয়েছে। তার পরেও এই চটিটির দাম 9,000 টাকা রাখার জন্য এই সংস্থার উপর বেজায় চটেছেন নেটিজেনরা। 100 থেকে 150 টাকার এই চপ্পলটির দাম 9,000 টাকা কী করে রাখা হতে পারে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।
আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
তবে, এই চটিটির দাম 9,000 টাকা রাখার জন্য এই সংস্থার উপর বেজায় চটেছেন তাঁরা। এই ধরণের চটি তাঁরা তাঁদের বাড়ির বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন বলেই জানাচ্ছেন বেশ কিছু নেটিজেন। এক নেটিজেন তো বলেই বসেন, “আমি কোটিপতি হয়ে গেলেও এত টাকা দিয়ে এই চটি কিনব না।”
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !
আরো পড়ুন :- FREE-তে ল্যাপটপ দিচ্ছে সরকার, আপনি APPLY করেছেন ?