Bangla News Dunia, সারদা দে :- প্রসিদ্ধ মার্কিন ম্যাগাজিন ফোর্বসের সেরার তালিকায় স্থান পেলো দুই বাঙালি কন্যা। তিরিশ বছরের কম বয়সী উদ্যোগপতি এবং সমাজপরিবর্তনকারীদের যে তালিকা ফোর্বস বানিয়েছে তাতে নাম রয়েছে বাংলাদেশী দুই কন্যা রাবা খান এবং ইশরাত করিমের। বৃস্পতিবার ফোর্বস যে তালিকাটি প্রকাশ করেছিল সেটি ছিল ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া‘ । এই তালিকাটি তারা পঞ্চমবারের জন্য প্রকাশিত করলো।
ফোর্বস দশটি শ্রেণীতে মোট ৩০০ জনের তালিকা প্রস্তুত করেছিল। ফোর্বস ওয়েবসাইটে প্রত্যেক শ্রেণীতে একজনকে ‘ফিচার্ড নারী’ হিসেবে মনোনীত করা হয়। অনলাইন প্রায় সাড়ে তিন হাজার মনোনয়ন থেকে তাদের গবেষকরা প্রায় ৩০০ জন এশীয় নাগরিকের নাম বার করেছেন যারা এই তালিকায় স্থান পেয়েছে। যে দশটি শেণীতে ফোর্বস নাম তুলে ধরেছে তাদের মধ্যে রয়েছে শিল্পকলা , বিনোদন , প্রযুক্তি ,উৎপাদন ,স্বাস্থ্য ইত্যাদি।
[ আরো পড়ুন :- ৫ই এপ্রিলের জন্য প্রধানমন্ত্রীর বার্তা ]
রাবা খান মনোনীত হয়েছেন গণমাধ্যম,বিপণন এবং বিজ্ঞাপন শ্রেণীতে । এই শ্রেণীতে তাকে ‘ফিচার্ড নারী’ হিসেবে মনোনীত করা হয়। ২০১৮ সালে ইউনিসেফের ‘ইয়ুথ অ্যাম্বাসেডর টু অ্যাডভোকেট ফর চিলড্রেন রাইটস ‘ হিসেবে মনোনীত হয়েছিলেন। ইশরাত করিম স্থান পান সোশ্যাল এন্টারপ্রাইস শ্রেণীতে। তার উদ্যোগে তৈরী হওয়া ‘আমল ফাউন্ডেশন ‘ মূলত বিধবা বিবাহ , নারী নির্যাতন , পিছিয়ে পড়া নারীদের উন্নয়নের জন্য কাজ করে।
এই তালিকায় প্রতিবেশীদের মধ্যে রয়েছে ভারতের ৬৯ জন , পাকিস্তানের ৫ জন , নেপালের ৩ জন এবং মালেশিয়ার ১২ জন রয়েছে। ফোর্বস এর তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইনের লুইস মাবলো । তিনি তার ‘কোকোকো’ প্রজেক্টের জন্য আলোচিত। দ্বিতীয় স্থান পেয়েছে ইন্দোনেশিয়ার মারিয়াস সানতানু ,যিনি ক্যাটারিং ব্যবসার সাথে যুক্ত। প্রতিদিন প্রায় ১৪ হাজার মানুষকে খাবার দেন তিনি।