Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মাঝরাতে কালীর পুজো করা হয়ে থাকে। শ্রদ্ধা ও ভক্তি-সহ কালীর আরাধনা করলে ব্যক্তির শত্রু ভয় দূর হয়। পাশাপাশি রোগ ও ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শনি ও রাহুর অন্তদশা, শনির সাড়েসাতি, আড়াই থেকে মুক্তির জন্যও কালীর উপাসনা করতে পারেন।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
তবে কালীর সাত্বিক আরাধনা যে কেউ করতে পারেন। কিন্তু তান্ত্রিক আরাধনার ক্ষেত্রে অভিজ্ঞ পুরোহিতের উপস্থিতি একান্ত কাম্য। প্রয়োজনে কোনও অভীজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারেন। তবে কালী পুজোয় কী উপায় করবেন জেনে নিন —
১. আইনি মামলা বা ঋণের জালে জড়িয়ে থাকলে কালী পুজোর দিন থেকে ৯ দিন দেবীর সামনে সুগন্ধিত ধূপ জ্বালান।
২. আর্থিক অভাব, অনটনে দিন কাটালে, কালীকে প্রতিদিন ধূপকাঠি দেখান।
৩. মানসিক কলহ, অবসাদ ও বিভিন্ন সমস্যায় ঘিরে থাকলে কালী পুজোর দিনে কালী মন্দিরে গিয়ে অজ্ঞানত করে থাকা সমস্ত পাপের জন্য তাঁর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করুন। কোনও খারাপ কাজ না-করার প্রতিশ্রুতি দিন।
৪. শনির দশায় পীড়িত থাকলে সরষের তেল, কালো তিল, কালো বিউলির ডাল নিয়ে কালী মন্দিরে যান ও সেখানে পুজো করুন। এই উপায়ে শনি দোষ দূর হবে।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )