অমাবস্যা মানেই ভুতুড়ে আতঙ্ক , জেনে নিন বেশ কিছু বাঙালি ভূতের কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : অবশ্য ভূতেরা তত ‘দৃশ্যমান’ নয়। ভূত মানেই অন্ধকার। আদাড়-বাদাড়, বেলগাছ, শেওড়াগাছ, বনঝোপ থেকে দলে দলে বেরিয়ে পড়ে রাশি রাশি বেঁটে ভূত, মোটা ভূত, হোঁৎকা ভূত, মামদো ভূত, গেছো ভূত, মেছো ভূত এবং পেত্নি, শাঁকচুন্নি, ব্রহ্মদত্যিরা। এই সব বাঙালি ভূতেদের ভালো করে চিনে নিই; কেননা, আজ তো এঁরাই আমাদের চারপাশে ঘুরঘুর করবেন!

পেত্নি —- মরে গিয়ে অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়ায়। জলা জায়গা বা শ্যাওড়া গাছে বাসা বাঁধে। পা থাকে পিছনে ঘোরানো। ‘

আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

শাঁকচুন্নি —- সাদা অথবা লাল শাড়িতে দেখা যায়, হাতে শাঁখা-পলা থাকে। এরা পুকুরপাড়ে ঘাপটি মেরে বসে থাকে। সুন্দরী বড়লোক ঘরের কোনও বউকে পেলে শাঁকচুন্নি ঝাঁপিয়ে পড়ে তার উপর।

ব্রহ্মদৈত্য —- ব্রাহ্মণেরা অপঘাতে মরলে ব্রহ্মদৈত্য হয়। পরনে ধুতি, খালি গা, গায়ে পৈতে। থাকে বেল গাছে। গাছের ডালে বসে বসে পা দোলায়।

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !

মামদো ভূত — মুসলমানদের অপঘাতে মৃত্যু হলে তারা হয় মামদো ভূত। মামদো নাকি ‘মহম্মদ’ থেকে এসেছে। মামদোরা ঘাড়ে চাপলে বলা হয় জিনে ধরেছে।

স্কন্ধকাটা —- ট্রেন বা বাসে কাটা পড়লে যদি মুণ্ডচ্ছেদ হয়ে মৃত্যু হয়, তা হলে সে হল স্কন্ধকাটা ভূত৷ বা কবন্ধ ভূত।

আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !

নিশি —- রাতের অন্ধকারে মানুষের নাম ধরে ডাকে এই নিশি। সেই ডাকে সাড়া দিলে সে মানুষটিকে টেনে নিয়ে যায় ঘরের বাইরে, বাড়ির বাইরে, এলাকার বাইরে, আমাদের চেনা জগতের বাইরে। সেখানে কেউ নেই, কিছু নেই। শুধু ঘন গাঢ় অন্ধকার।

আলেয়া —- জেলেরা মাছ ধরতে গিয়ে মারা যান তাঁরা আলেয়াতে পরিণত হন। এটা এক ধরনের আলোর মতো। জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত অন্য জেলেদের মৃত্যু ঘটায়।

গেছো ভূত —- অধিকাংশ ভূতই তো গেছো। কেননা, ভূতেদের বেশিরভাগই গাছে থাকে। পেত্নি, ব্রহ্মদত্যি, মোটা, বেঁটে ভূত– সবই তো গাছে থাকে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন