মশা কাদের বেশি কামড়ায় ? জানুন গবেষণার অদ্ভুত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : মশার কামড় রীতিমতো মারণ কামড় হয়ে উঠেছে। দিকে দিকে মশার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা বা মৃত্যু পর্যন্ত ঘটে। অনেকেই খেয়াল করেছি, একটি ঘরে যদি অনেকজন থাকেন, তবে মশা বেছে বেছে বিশেষ কয়েকজনকেই কামড়ায় কেন ? বিজ্ঞানীরা তার কারণ অনুসন্ধান করেছেন এবং তা জেনে এর একটা ব্যাখ্যাও দিয়েছেন। তাঁরা দেখেছেন, কারও কারও শরীর থেকে একটা বিশেষ গন্ধ পায় মশা। বেছে বেছে তাদেরই কামড়ায়। কামড়ায় মানে, তাদের ত্বকে হুল ফুটিয়ে বসে তাদের রক্ত পান করে।

আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?

কারও কারও ত্বক থেকে যে-ধরনের ফ্যাটি অ্যাসিড নির্গত হয়, তা বাতাসে একটি বিশেষ ধরনের গন্ধ ছড়ায় এবং মশাদের প্রকারান্তরে আকর্ষণ করে। কেন মশারা সেই গন্ধে ছোটে ? বিশ্লেষণ করে দেখেছেন বিজ্ঞানীরা, কারও কারও ত্বক থেকে যে-ফ্যাটি অ্যাসিড নির্গত হয়, তার মধ্যে প্রচুর পরিমাণে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। সেটাই মশাদের ডেকে আনে।

আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !

তা হলে আর কী ? খামখা আর ‘মশারা কেন আমাকেই এত কামড়ায়’ বলে দুঃখ করবেন না। বরং খোঁজ নিয়ে দেখুন আপনার শরীর এক্ষেত্রে শত্রু কিনা। আপনার ত্বক কী ধরনের ফ্যাটি অ্যাসিডের নির্গমন ঘটায়, তার গন্ধই কি আপনার দিকে মশাদের টানে। এগুলো জানবার চেষ্টা করুন। মশা থেকে এখন নানা ভয়ংকর রোগ ছড়ায়। জিকা, ডেঙ্গি, ইয়েলো ফিভার, চিকুনগুনিয়া– নানা ধরনের জটিল বিচিত্র সব রোগ। মশার হাত থেকে বাঁচতেই হবে।

কার্বক্সিলিক অ্যাসিড হল গ্রিজি মলিকিউলস। ত্বকের ন্যাচারাল ময়েশ্চাইজার। আমাদের ত্বকে কিছু উপকারী ব্যাক্টেরিয়া থাকে যারা এটা খায় আর তার ফলে ওই বিশেষ গন্ধটা বেরোয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?

আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ

আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর

আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা

আরো পড়ুন : আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন