Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শুধু ঠাকুর দেখতে না গিয়ে আপনি যদি চান খুব অল্প খরচে কাছে কোথাও ঘুরতে যেতে তাহলে আজ আমরা আপনাকে এমনই তিনটি জায়গার সন্ধান দেবো। মাত্র ৫০০ টাকার মধ্যে আপনি এই জায়গা গুলো থেকে ঘুরে আসতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক তিনটি বাজেট ফ্রেন্ডলি টুরিস্ট স্পট সম্বন্ধে।
১. শান্তিনিকেতন : আপনি যদি খুব কাছে এবং কম খরচে কোথাও ঘুরতে যেতে চান তাহলে শান্তিনিকেতন আপনার সেরা ডেস্টিনেশন হতে পারে। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই শান্তিনিকেতন যেমন দেবে শান্ত নিরিবিলি পরিবেশের ছোঁয়া। এছাড়াও শান্তিনিকেতনের আশেপাশের আদিবাসী গ্রাম গুলোও আপনি একবার চক্কর মেরে দেখতে পারেন। মাত্র ৫০০ টাকা খরচেও আপনি বেশ ভালো থাকার জায়গা পেয়ে যাবেন। কম বাজেটের বাঙালি খাবারের রেস্তোরর ভুঁড়িভোজ।
আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
২. কেল্লার মাঠ : ডায়মন্ড হারবারে অবস্থিত কেল্লার মাঠ পুজোয় আপনার শর্ট ডেস্টিনেশনের অন্যতম মাধ্যম হতে পারে। হুগলি নদীর তীরে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গা আপনার মন আকর্ষণ করবে। পরিবারসহ এখানে এলে আছে ভালো থাকার ব্যবস্থাও। দক্ষিণবঙ্গের যেকোনো জায়গা থেকে আপনি সহজেই ৫০০ টাকারও কম খরচে কেল্লার মাঠ থেকে ঘুরে আসতে পারেন।
আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !
৩. দীঘা : ভ্রমণ পিপাসু বাঙালির চিরকালের অন্যতম প্রিয় ডেস্টিনেশন দীঘা। লং ট্যুর হোক বা একদিনের শর্ট ট্যুর, ৫০০ টাকা খরচে আপনি অতি সহজেই ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে। ট্রেন ,বাস অথবা নিজস্ব বাহনে আপনি সহজেই এই সৈকত শহরে পৌঁছে যেতে পারেন মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে। একদিনের খরচ এখানে বড় জোর ৫০০ টাকা। তবে আপনি যদি একদিনের বেশি এখানে থাকতে চান খরচ বাড়তে পারে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !