Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ভূত-চতুর্দশীতে ভূতেদের আনন্দ দিতে নিবেদন করা হয় ভোগ। অবিশ্বাস্য লাগলেও বছরের পর বছর ধরে এমনটাই চলে আসছে আসানসোলের মহিশিলায় ভট্টাচার্য বাড়ির কালীমন্দিরে। শুধু ভোগ-উপাচার সাজিয়ে দেওয়া নয়, ভূতেদের রীতিমত নাম ধরে গাছ থেকে নামানো হয়। তারপর কারণ , মাংস সহ বিভিন্ন উপাচারে ভূতেদের ভোগ নিবেদন করা হয়। ভট্টাচার্য বাড়ির অন্যতম সদস্য তথা কালী মন্দিরের প্রধান সেবাইত বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, ‘কালীপুজোর আগের রাতে ভূত-চতুর্দশীতে ভূতেদের ভোগ দেওয়ার প্রথা।
আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
আসানসোল শহরের ১ নম্বর মহিশিলা কলোনীতেই ভট্টাচার্য বাড়ি ও বাড়ি সংলগ্ন কালীমন্দির রয়েছে। সেই কালীমন্দির সংলগ্ন বটগাছের নীচেই ভূতেদের ভোগ নিবেদন করা হয়। ভূতেদের ভোগ নিবেদন করার প্রথা খুব বেশি পুরোনো নয়। বছর ৭০ আগে বামাক্ষ্যাপার অন্যতম প্রধান শিষ্য বলে পরিচিত বনমালী ভট্টাচার্যর হাত ধরেই এই প্রথার শুরু। তিনিই নাকি ওই বটগাছে ভূতেদের বেঁধে দিয়ে গিয়েছেন। বনমালীবাবু দেহ রেখেছেন। গাছে নাকি রয়ে গিয়েছে ভূতেদের দল। ভূত-চতুর্দশীর রাতে ভূতেদের আনন্দ দিতে ভোগ নিবেদন করা হয়।
ভট্টাচার্য পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোলের রায় পরিবার জমি দান করেছিলেন তান্ত্রিক বনমালী ভট্টাচার্যকে। বনমালীবাবু ছিলেন নদিয়ার নিবাসী। কথিত আছে, বনমালী ভট্টাচার্য বামাক্ষ্যাপার শিষ্যত্ব নিয়েছিলেন মাত্র ৭ বছর বয়সে। তখন পিয়ালবেড়া শ্মশান ছিল জঙ্গলে ভরা নির্জন এক স্থান। নির্জন স্থানে এক বটগাছের নীচে পঞ্চমুণ্ডির আসনে সাধনা শুরু করেন বনমালীবাবু। তাঁর হাতেই এই কালীমন্দিরের প্রতিষ্ঠা।
আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !
তারপর সময় বদলেছে। পিয়ালবেড়া থাকলেও সেই শ্মশান আর নেই। তবে বনমালী ভট্টাচার্যের সেই পঞ্চমুণ্ডির আশ্রম ও কালীমন্দির রয়ে গিয়েছে। বনমালীবাবুর রীতি মেনে সেখানে ভূত-চতুর্দশীতে মহাসমারোহে কালীপুজো হয়। বনমালীবাবু মারা গিয়েছেন বহু বছর হল। বর্তমানে তাঁর ছেলেরা এই পুজোর দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন। বনমালীবাবুর ছেলে তথা ওই কালীমন্দিরের সেবাইত বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, ‘কার্তিক অমাবস্যার আগের দিন ভূত-চতুর্দশীতে এখানে কালীপুজো করা হয়।
আরো খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !