করোনায় মৃত্যুতে রেকর্ড আমেরিকায় ! আক্রান্ত ২.৫ লাখের বেশি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্কের সৃষ্টি করেছে। সারা বিশ্বে এখন পর্যন্ত ৫৯ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে তার প্রাণ হারিয়েছেন। এবং আক্রান্ত হয়েছে ১১ লাখের বেশি মানুষ। ভারতে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ২৬০০ জনের বেশি মানুষ। তবে এখন পর্যন্ত করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে আমেরিকায়। আমেরিকায় গত ২৪ ঘন্টায় ১৪৮০ জনের মৃত্যু হয়েছে। যা সারা বিশ্বে এখন পর্যন্ত একদিনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

[ আরো পড়ুন :- সমস্ত রকমের নতুন নিয়োগ ও নতুন প্রকল্প বন্ধের সিদ্ধান্ত রাজ্যের ]

করোনা মোকাবিলায় আমেরিকার সাহায্য প্রদান

আমেরিকায় এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে এবং প্রাণ হারিয়েছেন ৭ হাজারের বেশি মানুষ। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের এপিসেন্টার হতে পারে আমেরিকা , সেখানে ২ লাখের বেশি মানুষ মারা যেতে পারেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বয়ং বলেছেন আমেরিকায় এই ভাইরাসে ২ লাখের বেশি প্রাণ যেতে পারে।

[ আরো পড়ুন :- করোনা ভ্যাকসিনের কাজ প্রায় সম্পূর্ণ ]

corona virus

আমেরিকা ছাড়াও ইতালি ও স্পেনে এই ভাইরাসের বিপুল প্রভাব দেখা যায়। ইতালিতে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৮১ জন। তবে কিছু দিন ধরে ইতালিতে মৃতের সংখ্যা ও নতুন করে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এছাড়া স্পেনে এখন পর্যন্ত ১১ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে এই মারণ ভাইরাসে ও আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। এছাড়া ব্রিটেনে এখন পর্যন্ত ৩৬০৫ জনের এই ভাইরাসে মৃত্যু হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন স্বয়ং এই ভাইরাসে আক্রান্ত হয়ে হোম করেনটিনে রয়েছেন। এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত ৬ হাজার ৮৯৬ জনের মৃত্যু হয়েছে।

[ আরো পড়ুন :- করোনা মোকাবিলায় ভারতকে অর্থসাহায্য বিশ্বব্যাঙ্কের ]

Bangla news dunia Desk

মন্তব্য করুন