Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : শ্রীমদ ভগবত্ গীতা আমাদের ধর্ম কর্ম ও স্নেহ ভালোবাসা সম্পর্কে শিক্ষা দিয়েছে। আমাদের জীবদ্দশা ও মৃত্যুর পরের অবস্থাতেও গীতা সমান ভাবে কার্যকরী ও উপযোগী। মানুষ জীবনে সবথেকে ভালো ভাবে অনুসরণ করতে পারে, তাই বর্ণিত আছে গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ।
কয়েক হাজার বছর আগে রচিত গীতা আজও আমাদের জীবনে সমান ভাবে উপযোগী। গীতার উপদেশ জীবনে অনুসরণ করতে পারলে উন্নতির রাস্তা খুলে যায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন কোন জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে।
আরো পড়ুন :- ৫০০০ টাকা করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ?
জেনে নিন শ্রীকৃষ্ণের উপদেশ —–
১. গীতায় বলা আছে যে ঈশ্বর কখনোও কারও ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা ও বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে।
২. গীতায় লোভ, রাগ ও কামনাকে নরকের তিন দ্বার বলে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ই একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।
আরো পড়ুন :- ভোট-খরচে : গোয়ায় বিজেপিকেও হারিয়ে দিল তৃণমূল !
৩. শ্রীকৃষ্ণ বলেছেন, ‘এই শরীর তোমার নয়, আর তুমিও এই শরীরের নও। এই দেহ তৈরি হয়েছে আগুন, জল, বাতাস এবং আকাশের দ্বারা। এই সবেরই পরিবর্তন হয়, কিন্তু আত্মা হল চিরস্থায়ী, চিরকালীন।
৪. নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন কর। যে ঈশ্বরের কাছে নিবেদিত, তার আর ভয় আর দুঃখের কোনও অনুভূতি থাকে না। তিনি সব সময় সুখী, সব সময় নির্ভিক।’
আরো পড়ুন :- DA : জানুন ডিএ বৃদ্ধির পর রাজ্যের সঙ্গে কেন্দ্রের বেতনের ফারাক কত হল ?
৫. গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই সব কিছু পাবেন, যা পাওয়ার যোগ্যতা আপনার আছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- দুর্গাপূজা : ষ্টার হিন্দু ক্রিকেটারকে হুমকি, ইসলাম গ্রহণ করতে চাপ
আরো পড়ুন :- শুভেন্দুর পিছনে ২০ কোটি টাকা খরচ করেছে মমতা, দাবি শুভেন্দুর
আরো পড়ুন :- মমতার মিম বানিয়ে গ্রেফতার যুবক ! বিরোধীদের দাবি, বাক স্বাধীনতা খণ্ডনের চেষ্টা
আরো পড়ুন :– আগামী দিনে ২৫% বিদ্যুৎ বিল কম আসবে আপনার !