Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্র মতে, তুলসী, আমলকি এবং কলা গাছে লক্ষ্মী-নারায়ণ অবস্থান করেন। তাই তুলসী গাছে প্রতিদিন, আমলকি গাছে একাদশীর দিন এবং কলা গাছে প্রতি বৃহস্পতিবার জল বা হলুদ মিশ্রিত জল দিলে সুখ-সমৃদ্ধি আসে সংসারে। এছাড়া কদম গাছের নীচে বিশেষ যজ্ঞ করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার সুখ-সমৃদ্ধিতে ভরে যাবে।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
বেল গাছ ও বট গাছে মহাদেবের বাস বলে মনে করা হয়৷ তাই নিয়মিত বেল পাতা শিব ঠাকুরকে অর্পণ করলে এবং ত্রয়োদশীতে বটগাছের পুজো করলে শিব ঠাকুর প্রসন্ন হন এবং সংসারে শান্তি বজায় থাকে ৷ শিব ঠাকুরকে লজ্জাবতী গাছের পাতা অর্পণ করলেও তিনি খুশি হন। এছাড়া প্রতি শনিবার লজ্জাবতী গাছের নীচে সরষে তেলের প্রদীপ জ্বালালে সংসার থেকে ঝামেলা দূর হয় এবং নেতিবাচক শক্তি দূরে থাকে । পাশাপাশি, হলুদের সঙ্গে দূর্বা ঘাস নিয়মিত গনেশকে অর্পণ করলেও সংসারের অশান্তি দূর হয় ৷
তুলসী গাছে একদম জল দেবেন না এই দিন
রবিবার সূর্যের দিন। এই দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বলে মনে করা হয়। এই দিনে তুলসী গাছ স্পর্শ করতেই নিষেধ করে শাস্ত্র। আর সবচেয়ে নিষিদ্ধ হল রবিবারে তুলসী গাছে পাতা ছেঁড়া ৷ সেটি একেবারেই করতে নেই। একাদশীর দিনে শাস্ত্রে নানা ধরনের ভূমিকা আছে। একাদশীর দিন তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই এবং এই গাছে জল দিতে নেই। গ্রহণ হিন্দু ধর্মে এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মহাজাগতিক স্তরে নানা ধরনের কাণ্ড ঘটে ৷ এমন দিনে তুলসীর গোড়া জল দিতে নেই বলেও মনে করা হয় ৷ এই জিনিস গুলি মাথায় রাখবেন। কারণ প্রতিটি বাড়িতে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া হয়। ফলে কবে কবে জল দেবেন না মাথায় রাখবেন।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )