করোনা মোকাবিলায় এবার ভারতের সাহায্য চাইলো ট্রাম্প।

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, জয় রায় :- সারা বিশ্বে আতঙ্কের এক নাম করোনা। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে ১২ লাখের বেশি মানুষ আক্রান্ত এবং ৬৪ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

আমেরিকায় এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন যে আমেরিকায় ২ লাখের বেশি মানুষ এই ভাইরাসে মারা যেতে পারেন। ঠিক সেই পথেই এগোচ্ছে আমেরিকা।

[ আরো পড়ুন :- ব্রেকিং নিউজ : কোয়ারিন্টিন সেন্টার তৈরি নিয়ে সংঘর্ষ , মৃত ১ ]

এই দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে করোনা মোকাবিলায় সাহায্য চান। তিনি ভারতের কাছে চিকিৎসার জন্য হাইড্রোক্সিল ক্লোরোকুইন ট্যাবলেট চান। এই হাইড্রোক্সিল ক্লোরোকুইন ট্যাবলেট ম্যালেরিয়ার ঔষধ হিসাবে কাজ করে।

ম্যালেরিয়ার ওষুধে ভরসা স্বাস্থ্য মন্ত্রকের

আমেরিকা ছাড়াও ইতালি ও স্পেনের পরিস্থিতি খুবই খারাপ। এই দিন করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসলো স্পেন। স্পেনে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে ও মৃত্যু হয়েছে ১১,৯৪৭ জনের।

এছাড়া ইতালিতে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৫,৩৬২ জনের। এছাড়া জার্মানিও এই তালিকায় উপরে উঠে এসেছে।  জার্মানিতে এখন পর্যন্ত ৯৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তবে জার্মানিতে মৃতের সংখ্যা খুবই কম সেখানে এখন পর্যন্ত ১,৪৪৬ জনের মৃত্যু হয়েছে।

[ আরো পড়ুন :- মাস্ক পড়া নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো স্বাস্থ মন্ত্রালয় ]

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন