Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সারা বিশ্ব করোনা ত্রাসে কাঁপছে । এর আঁচ এসে পড়েছে ভারতেও । এই পরিস্থিতি সামাল দিতে গোটা দেশে চলছে টানা ২১ দিনের লকডাউন। যার জেরে খুব খারাপ অবস্থা শিল্পক্ষেত্রগুলোর। বন্ধ উৎপাদন , আমদানি–রপ্তানিও । আর এবার করোনার কারণে ক্ষতির মুখে দার্জিলিং – এর চা ব্যাবসা । ইতিমধ্যে দার্জিলিং চা শিল্পে ক্ষতির পরিমাণ কয়েকশো কোটির কাছাকাছি। তবে এখনই শেষ নয়, লকডাউন উঠলেও ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
[ আরো পড়ুন :- শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে এই শহরে আজ থেকে ]
জি আই ট্যাগ পাওয়া দার্জিলিং চা বিখ্যাত তার স্বাদ এবং সুগন্ধের কারণে। গোটা বিশ্বে এই চায়ের বেশ রপ্তানি হয়। সাধারণত চা পাতা তোলা সময় ফেব্রুয়ারি শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত। কিন্তু করোনার সংক্রমণের কারণে আপাতত সমস্ত চা বাগান এর কাজ সম্পূর্ণ বন্ধ। তাই প্রথমদিকের সেই পাতাগুলো তেমন তোলা হয়নি।ফলে তা ইতিমধ্যে নষ্ট হওয়ার পথে। আর সেকারণে ক্ষতির পরিমাণ বাড়ছে ।
এরপর দ্বিতীয় দফায় পাতা তোলা হয় মে থেকে জুন মাসে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাও প্রায় অসম্ভব। গাছগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতেই কয়েক সপ্তাহ কেটে যাবে। আর কাজও শুরু হবে ১৫ এপ্রিলের পর থেকে। তাই দ্বিতীয় দফাতেও একইরকম ক্ষতির সম্মুখীন হতে হবে চা বাগানগুলোকে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।