Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- গ্রহরাজ শনিদেবকে ন্যায় ও বিচারের দেবতা বলা হয়। যে কোনও মানুষের ন্যায় ও বিচার করেন শনি দেব স্বয়ং। শনিদেবের বিভিন্ন সময় রাশি পরিবর্তনের প্রভাব প্রতিটি মানুষের জীবনেই দারুণ ভাবে প্রভাব পড়ে বলে মনে করা হয়। শনির রাশি পরিবর্তনের ফলে সৃষ্ট সাড়ে সাতি থেকে ধাইয়া নিয়ে সবাই চিন্তিত হন।
আরো পড়ুন :- নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
নতুন বছরে ফের রাশি পরিবর্তন করতে চলেছেন শনিদেব। আগামী ১৭ই জানুয়ারি তিনি কুম্ভে যাবেন। তার সঙ্গে সঙ্গে বহু রাশির জীবন যাপন ও দিন বদলে যাবে। কারণ এই রাশি পরিবর্তনের ফলে নতুন করে রাজযোগ শুরু হবে। আর সেটিই বিশেষ করে বদলে দেবে ৪ রাশির ভাগ্য। তবে চলুন দেখে নেওয়া যাক, সেই ৪ রাশি কী কী —-
বৃষ রাশি — এই রাশির মানুষরা এই সময় শনিদেবের রোষ থেকে মুক্তি পাবেন। ফলে জীবন আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে। যার ফলে তাঁরা জীবনে এগিয়ে চলার আনন্দ পাবেন। পাশাপাশি নিজের দোষ থেকে শিক্ষা নিতে পারবেন। শনিদেবের কৃপায় জীবন সুখের হবে।
মিথুন রাশি —- এই রাশির মানুষদের ধাইয়া শেষ হবে জানুয়ারি মাসে। ফলে এই রাশির মানুষদের জীবন আগের থেকে সমস্যা মুক্ত হবে। হাতে আগের থেকে বেশি অর্থ আসতে পারে। তাঁদের অভাব অভিযোগ কেটে যেতে পারে। আরও উন্নতি হবে।
তুলা রাশি —- এই রাশির মানুষদের এই সময় জীবন থেকেও শনির ধাইয়ার প্রভাব শেষ হবে। ফলে তাঁরাও আগের থেকে সহজ সরল সুন্দর জীবন পাবেন। ফলে তাঁদের জীবনে অর্থকষ্ট অনেকটাই কাটবে। আগের করা কোনো ভালো কাজের সুফল তাঁরা এই সময় পাবেন।
ধনু রাশি —– এই রাশির মানুষদের শনির সাড়ে সাতী শেষ হবে এই সময়ে। ফলে তাঁদের জীবন আগের চেয়ে অনেকটাই সহজ-সরল হয়ে যেতে পারে। তাঁরা শনিদেবের কৃপায় আগামী জীবনটা অনেক নিশ্চিন্তে কাটাতে পারবেন। অর্থকষ্টও কেটে যাবে এর পরে।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )