Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- শুক্র নবগ্রহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহের প্রভাবে ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে থাকে। আবার শুক্র দুর্বল হলে দেখা দিতে পারে একাধিক সমস্যা। কোষ্ঠীর দুর্বল শুক্রকে মজবুত করা একান্তই জরুরি। তাই সেই কার্যের পথ দেখিয়েছে জ্যোতিষ শাস্ত্র। সেই পথে চললে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে মেনে চলুন জ্যোতিষ টিপস
নবগ্রহের মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ গ্রহ হল শুক্র। শুক্রকে সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ বলে মনে করা হয়। অন্য দিকে রাশি চক্রে বৃষ এবং তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র। জন্ম কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি উচ্চ থাকলে সেই ব্যক্তিকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু দুর্বল শুক্রের অবস্থানের কারণে সুখের অভাব, আর্থিক অনটন ও দাম্পত্য কলহ দেখা যায়। ফলে কোষ্ঠীতে শুক্রকে মজবুত করতে কি কি করবেন তা জেনে নিন।
দুর্বল শুক্রকে মজবুত করার উপায় —-
১. প্রতি শুক্রবার উপবাস করুন। সেই দিন সাদা বস্তু যেমন – দুধ, মুক্তো, দই, চিনি, আটা, ঘি ইত্যাদি দান করুন।
২. ওঁ দ্রাং দ্রীং দ্রৌং সঃ শুক্রায় নমঃ বা ওঁ হ্রীং শ্রীং শুক্রায় নমঃ বা ওঁ বস্ত্রংমে দেহি শুক্রায় নমঃ। মন্ত্রটি অন্তত ১০৮ বার করে প্রতিদিন জপ করা উচিত।
৩. এরই সাথে গোরুকে রোজ সকালে রুটি খাওয়ান।
৪. শুক্রকে মজবুত করার জন্য কখনও কোনও মহিলাকে অপমান করবেন না।
আরো পড়ুন :– নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )