Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আবহাওয়ার বদলকে সঙ্গী করেই কম-বেশি প্রতিটি ঘরে বাসা বাঁধছে জ্বর। কখনও ভাইরাল, কখনও বা মশাবাহিত, আবার কখনও জ্বরের কারণ জানতে রীতিমতো বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। ঠিক কোন কারণে ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর ? জানাচ্ছেন অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল-এর সিনিয়র কনসালটেন্ট চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
চিকিৎসক স্বীকার করে নিলেন যে বর্তমানে এই জ্বরের সমস্যা প্রতিটি ঘরে ঘরে। যদিও এই জ্বরকে তিনি দুই ভাগে ভাগ করে নিয়েছেন। যে কোনও জ্বরের প্রাথমিক ও মূল উপসর্গ হল গা গরম ও মাথা ব্যথা। চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, জ্বরের সঙ্গে সংশ্লিষ্ট রোগীর যদি সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা ইত্যাদি থাকে, তা হলে বুঝতে হবে ভাইরাস শ্বাসযন্ত্র বা শ্বাসনালি আক্রমণ করেছে।
চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, “এই রোগটি ছোঁয়াচে। ফলে বহু মানুষ এর থেকে আক্রান্ত হয়েছেন। উপসর্গগুলি হল ব্যপক জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি। কোনও ক্ষেত্রে রোগীর অবস্থা এতটাই জটিল হয়ে পড়ে যে তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হতে পারে।”
আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি
জ্বরের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা অত্যন্ত জরুরি। কারণ একটি নির্দিষ্ট অ্যান্টি ভাইরাল ওষুধেই এই জ্বর সারতে পারে। তবে অবহেলা করলে সমস্যা জটিল হতে পারে।”
অনেক ক্ষেত্রে কোনও রোগীর জ্বর হলেও সর্দি, কাশি কিছুই থাকে না। চিকিৎসক জানাচ্ছেন, “এই জ্বরগুলির ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া উচিত। এ মধ্যে রয়েছে, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গি ইত্যাদি।
অতএব সচেতন থাকুন। জ্বর হলেই ওষুধ খাবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নিন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর