Bangla News Dunia, সারদা দে :- ভারতের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষের মুখে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বর্তমান করোনা পরিস্থিতিতে হু এর বিরুদ্ধে চীনের সঙ্গে পক্ষপাতিত্ব করার অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট। এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প তার ক্ষোভ উগরে দিয়ে বলেন চীনের সাথে পক্ষপাতিত্বের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আমেরিকা কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
[ আরো পড়ুন :- SBI – এর আর্থিক নিদান ঘোষণা ]
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ বরাদ্দ কমানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে ট্রাম্প সরকার। করোনার জন্য নিজের দেশে যে ভয়ানক পরিস্থিতি তৈরী হয়েছে তা প্রতিরোধের কথাই এখন সর্বাগ্রে চিন্তা করবে তারা। পাশাপাশি এক সাংবাদিক বৈঠকে জানান যে করোনা ভাইরাস প্রতিরোধে এর আগে হু এর কাছ থেকে কোনো নির্দেশ কিংবা সাহায্য পাওয়া যায় নি। অন্যান্য দেশকেও হু এর আগে করোনা নিয়ে সঠিক তথ্য দেয়নি বলে ট্রাম্পের অভিযোগ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে কতটা পরিমান অর্থ কমানো হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাই নি। এর আগে তিনি এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সমালোচনাও করেছিলেন।
অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে আমেরিকা। লাগামছাড়া গতিতে বাড়ছে আক্রান্তের এবং মৃতের সংখ্যা। সারা দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৪,৩০,৪৫৩. এর মধ্যে সুস্থ হয়েছেন ৩,০১,৩৮৫ জন এবং মারা গেছেন ৮২,১৩৩ জন। আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৪,০১,৬০৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২,৩৯৮ জন এবং মৃতের সংখ্যা ১২,৯০২। আমেরিকার বর্তমান পরিস্থিতির জন্য চিনকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট । কারণ তার মতে চীনের থেকেই ছড়িয়েছে এই করোনা ভাইরাস। সেই কারণে চীনের জন্য আমেরিকা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এমনকি ওই দেশে ভ্রমণের নিষেধাজ্ঞাও জারি করে দিয়েছেন।