নতুন বছরে কোন কোন রাজ্যে ভোট ? মোদী নাকি রাহুল ? কে কোথায় দাঁড়িয়ে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং জয়পুর থেকে শিলং , দশ দশটি রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে। ফেব্রুয়ারিতে ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড; মে-তে কর্নাটক; নভেম্বরে ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ, মিজোরাম; ডিসেম্বরে রাজস্থান, তেলঙ্গানা।২০২৩-এ কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরেও নির্বাচন হতে পারে। এই সব কটা রাজ্যে নির্বাচনের ফল সব রাজনৈতিক দলের দাবার চাল ওলটপালট করে দিতে পারে। তাই, ঝুলিতে কে কতটা টাটকা জনমত নিয়ে চব্বিশের ময়দানে নামছে, তা স্পষ্ট হয়ে যাবে। বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ তাদের সমর্থিত বা শাসিত সরকার রয়েছে, সেগুলিকে ধরে রাখা।

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

অগ্নি পরীক্ষা কংগ্রেসেরও। নেতৃত্বহীনতায় ভুগতে থাকে কংগ্রেস। অন্দরেই তৈরি হয় বিক্ষুব্ধ দল। ঘুণ এতটাই গভীরে, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে জোট সরকার তৈরি করলেও ধরে রাখতে পারেনি কংগ্রেস। সম্প্রতি হিমাচল প্রদেশ ছাড়া গুজরাট এবং দিল্লির পুরনিগম নির্বাচনে শোচনীয় ফল করে। তেইশে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। যার মধ্যে ছত্তীসগঢ় এবং রাজস্থান কংগ্রেসের দখলে রয়েছে। এই দুটি রাজ্য ধরে রাখাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের কাছে।

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

রাজনৈতিক পর্যবেক্ষকদের  একাংশের মতে, কংগ্রেসের একাংশ যখন গান্ধী পরিবারের মুখাপেক্ষী, রাহুলের নেতৃত্বের দিকে তাকিয়ে, তখন উদাসীনতার পরিচয় দিয়েছেন রাহুল। দলের সংগঠন ক্রমশ দুর্বল হতে শুরু করে। তার প্রভাব বিভিন্ন নির্বাচনেও পড়ে। শুরু করেছেন ‘ভারত জোড়ো যাত্রা’। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ৩৫৭০ কিলোমিটার পদযাত্রা করছেন রাহুল। বাইশ শেষ করে তেইশেও পা দিয়েছে এই সফর। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইতিবাচক সাড়া মিলেছে ‘ভারত জোড়ো যাত্রার’। রাহুলের এই উদ্দীপনা অনেকেই মনে ধরেছে।

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

চব্বিশে হ্যাটট্রিকের সুযোগ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। পাশাপাশি, জওহরলাল নেহরুর পরই দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার শিরোপা ছিনিয়ে নেওয়ার সুযোগও। তাই তেইশ নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এই মুহূর্তে চ্যালেঞ্জ, নিজের ক্যারিশ্মাকে অটুট রাখার। সম্প্রতি গুজরাট নির্বাচনে কার্যত একার হাতে অভূতপূর্ব জয় ছিনিয়ে এনেছেন নরেন্দ্র মোদী। বিধানসভার নির্বাচনে ‘মোদীর ম্যাজিক’ অব্যাহত থাকলে চব্বিশের জয় অনেক সহজ হয়ে যাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন