Bangla News Dunia , পল্লব : ২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় রথযাত্রা কর্মসূচি নিতে পারে বিজেপি। এমনই ভাবনা চিন্তা চলছে বলে দলীয় সূত্রে খবর। যদিও রথযাত্রার কর্মসূচি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রাজ্য নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এসব বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত হয়নি। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে হিন্দুত্বের বার্তা প্রচার করতে একেকটি রথযাত্রার উদ্বোধনে আসতে পারেন অমিত শাহ, নড্ডা, নরেন্দ্র মোদি , যোগী আদিত্যনাথরা।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
এই পর্বে মোট ছ’টি রথ চালাবে বিজেপি। সেগুলি হল-
দার্জিলিং রথ:(দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার)
গৌড়বঙ্গ রথ: (মালদহ উত্তর, দক্ষিণ, বালুরঘাট, রায়গঞ্জ)
নবদ্বীপ রথ: (রানাঘাট, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বনগা)
রারবঙ্গ রথ: (বীরভুম, বোলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলী, আরামবাগ)
সুন্দরবন রথ: (মথুরাপুর, ডায়মন্ড হারবার, জয়নগর)
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
কলকাতা রথ: (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, ব্যারাকপুর, হাওড়া সদর, উলুবেড়িয়া, শ্রীরামপুর)
দলের একটি অংশ বলছে, সবকিছু চূড়ান্ত হওয়ার আগে এই কর্মসূচি জানাতে চাইছে না গেরুয়া শিবির। চলতি মাস থেকেই লোকসভা কেন্দ্র ভিত্তিক প্রবাসে অমিত শাহ , জেপি নাড্ডা আসবেন। দুটি লোকসভায় একদিনে কর্মসূচি করবেন তাঁরা। প্রতি মাসেই আসতে পারেন শাহ-নাড্ডা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : পাকিস্তানের উপর সোশ্যাল মিডিয়া STRICK করলো ভারত !
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !