আর্থিক বৃদ্ধিতে বিশ্বগুরু ভারত ! পিছিয়ে উন্নত দেশ গুলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ। পূর্বাভাস দিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেটের আগে আর্থিক বৃদ্ধির হার কমতে চলেছে স্বীকার করে নিল কেন্দ্র। গত অর্থবর্ষে ভারতের জিডিপি বেড়েছিল ৮.৭ শতাংশ হারে।

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে গত আর্থিক বছরের তুলনায় জিডিপি বৃদ্ধির হার কমলেও বিশ্বের সব বড় অর্থনীতির থেকে ভালো জায়গায় আছে ভারত।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

এমনিতে করোনার সময় পুরো বিশ্বের মতো ভারতের আর্থিক বৃদ্ধির হার স্তব্ধ হয়ে গিয়েছিল। মহামারীর কালো অধ্যায় কাটিয়ে ভালো ছন্দে ফিরে এসেছিল ভারতের অর্থনীতি। কিন্তু রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে ফের ধাক্কা লাগে। বিশ্বব্যাপী অর্থনীতিতে যে ঝিমুনি এসেছে, তার প্রভাব পড়েছে ভারতের উপরও। তা সত্ত্বেও ভারতের অবস্থা অনেক ভালো আছে বলে জানিয়েছেন IMF-র ডেপুটি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জানান, কাঠামোগত সংস্কারের প্রতি যে সহনশীলতা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে যে পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার, তাতে ভারতের অর্থনীতি অনেকটা ভালো জায়গায় আছে।

ভারতের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার কমতে চলেছে। চলতি বছরে কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার আরও বাড়তে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে। গত অর্থবর্ষে তিন শতাংশ বৃদ্ধির সাক্ষী ছিল কৃষিক্ষেত্র। তা ঠেকতে পারে ৩.৫ শতাংশে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন