নতুন বছরে দেখতে পাবেন বিরল মহাজাগতিক ঘটনা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : কয়েকদিনের মধ্যেই পৃথিবী অতিক্রম করবে ধূমকেতু। খালি চোখে দেখাও যাবে সেটি। প্রায় ৫০ হাজার বছর পর ফের একবার ধূমকেতু দেখতে পাবেন পৃথিবীবাসী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, ১২ জানুয়ারি সূর্যকে অতিক্রম করবে ওই ধূমকেতু। ফলে পয়লা ফেব্রুয়ারি পৃথিবীর কাছ দিয়ে যেতে পারে সেটি। ওই দিন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে ধূমকেতু।

তবে আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও সেটিকে দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রসঙ্গত, গত বছরের মার্চে এই ধূমকেতুর সন্ধান পায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জুইকি ট্রানসিয়েন্ট ফ্যাসিলিটি। জ্যোতির্বিজ্ঞানীরা ধূমকেতুটিকে দেখতে পান, সেই সময় এটি বৃহস্পতি গ্রহকে অতিক্রম করছিল। বিজ্ঞানী বিভার এর নাম দেন ‘C/2022 E3’। পয়লা ফেব্রুয়ারি ধূমকেতুটিকেই দেখা যাবে বলে জানিয়েছে NASA।

ফরাসি মহাকাশ গবেষণাসংস্থা প্যারিস অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস বিভার বলেন, “C/2022 E3 ধূমকেতুটি বরফ ও ধূলিকণা দিয়ে গঠিত। এর ব্যাস প্রায় এক কিলোমিটার। ধূমকেতুটির পিছনের অংশে সবুজ রঙের আভা দেখা গিয়েছে। ফেব্রুয়ারির পয়লা তারিখে পূর্ণিমা থাকলে ধূমকেতুটিকে খালি চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা কম।

জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, ধূমকেতুটির উৎপত্তি হয়েছে সৌরজগতের উর্ট ক্লাউড নামক জায়গায়। সৌর জগতের চারপাশে বিশাল এক গোলকের মতো বস্তুর অবস্থান রয়েছে। ওই এলাকায় রহস্যময় বরফের মতো বস্তুর উপস্থিতি রয়েছে বলে ধারনা জ্যোতির্বিজ্ঞানীদের। “এর আগে একাধিক বার ধূমকেতু দেখা গিয়েছে। তবে কোনও ধূমকেতুই পৃথিবীকে অতিক্রম করে যায়নি।

উল্লেখ্য, বছর তিন আগে ২০২০-তে শেষবার খালি চোখে ধূমকেতু দেখতে পান পৃথিবীবাসী। সেই ধূমকেতুটির নাম ছিল নিউওয়াইজ। বিজ্ঞানীদের দাবি, এবারের ধূমকেতুটির আয়তন আগের চেয়ে কম। ১৯৯৭-তে হেলি-বপ নামের ধূমকেতুটিকেও পৃথিবী থেকে দেখা গিয়েছিল। “আগের বারে ধূমকেতুগুলি পৃথিবী অতিক্রম করেনি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন