Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আগামী ৩০ জানুয়ারি অস্ত যাবেন শনিদেব। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে শনিদেব অস্ত যাবেন। শনিদেব অস্ত যাওয়ার ফলে কয়েকটি রাশির মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তবে চলুন ওই রাশি গুলির সমন্ধে দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
সিংহ রাশি :- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি অস্ত যাওয়ার ফলে সিংহ রাশির মানুষদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। এই সময় তাঁদের সতর্ক থাকতে হবে। অর্থহানির প্রবল আশঙ্কা আছে। যাঁরা বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
কর্কট রাশি :- শনির অস্ত যাওয়ার বিষয়টি আপনার জন্য কিছুটা সমস্যাজনক হতে পারে। কর্কট রাশির যে স্থানে শনি অস্ত যাবেন, তার জেরে কর্কট রাশির মানুষদের অর্থহানি হতে পারে। এই সময় কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা ঘিরে থাকবে। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে মনমালিন্য বা ঝামেলা হতে পারে।
মকর রাশি :- শনিদেব অস্ত যাওয়ায় মকর রাশির মানুষদের উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। মকর রাশির যে স্থানে শনি অস্ত যাবে, তাতে ওই রাশির মানুষদের সতর্ক থাকতে হবে। এই সময় মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষত অর্থ সংক্রান্ত দিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
বৃশ্চিক রাশি :- শনি অস্ত যাওয়ার ফলে বৃশ্চিক রাশির মানুষদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই সময় অকারণে খরচ হবে। উলটো-পালটা খরচ বৃদ্ধি পেতে চলেছে। এই সময় আর্থিক দিক থেকে লোকসান হতে পারে। এরই সাথে দাম্পত্য জীবনে সমস্যা বৃদ্ধি পাবে। ছোটোখাটো বিষয় নিয়ে দম্পতিদের মধ্যে ঝামেলা হতে পারে।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)