Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি পালন করা হচ্ছে। যদিও ১৪ জানুয়ারি রাতে পড়ছে যোগ, তবে তার পূণ্যকাল শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। শাস্ত্র মতে মনে করা হয় মকর সংক্রান্তিতে যেমন মনোবঞ্ছা পূরণ করার উপায় রয়েছে, তেমনই আর্থিক ভাগ্যও তুঙ্গে রাখার একাধিক উপায় নিহিত হয়ে রয়েছে, এই মকর সংক্রান্তির দিনে। তবে চলুন দেখে নেওয়া যাক, বাস্তুশাস্ত্র মতে মকর সংক্রান্তির দিন কী কী উপায় পালন করলে তা সুখদায়ী হয়ে থাকে।
আরো পড়ুন :- শাস্ত্রমতে মকর সংক্রান্তির মাহাত্ম্য কী জানেন?
এই পবিত্র দিনে বাড়িতে আনুন এই জিনিসটি- পিতলের তৈরি সূর্য মকর সংক্রান্তির দিন বাড়িতে আনা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। এতে সংসারে সুখ শান্তি আসে। বাড়ির পূর্ব দিকে পিতলের সূর্য লাগালে সংসারে ধন সম্পত্তির অভাব হয় না বলে মনে করা হয়। পিতলের সূর্যের নিচে যদি ঘণ্টা লাগানো থাকে, তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয়।
এই মকর সংক্রান্তির দিন বাড়িতে পুজো করুন বিষ্ণু দেব ও সূর্য দেবের। তাহলে অর্থ থেকে শুরু করে কেরিয়ারে আসবে উজ্জ্বলতা। আগের থেকেও বেশি চমকাবে ভাগ্য। বহু দিনের আটকে থাকা কাজ এই মকর সংক্রান্তির দিন সম্পন্ন হবে।
আরো পড়ুন :- নতুন বছর কোন রাশির কেমন যাবে ? দেখুন কি বলছে ট্যারো কার্ড ?
এই মকর সংক্রান্তির দিন দরিদ্রকে কম্বল বা শীতবস্ত্র দিতে পারেন। শাস্ত্র মতে বলা হয়, এতে সংসারে আসে সমৃদ্ধি। এছাড়াও এমন দিনে স্নান সেরে ভোরে কাউকে তিল দান করলেও অর্থকষ্ট কেটে যায়। এছাড়া দরিদ্রকে এই দিনে চাল, ডাল বা খিচুড়ি দান করলে তা সংসারে অন্নকষ্ট দূর করে বলে মনে করা হয়। ফলে এই মকর সংক্রান্তির দিনে দান করতে পারেন।
আরো পড়ুন :- চাকরি থেকে ব্যবসা, ২০২৩ সালে এই রাশির মানুষদের সৌভাগ্যের শিকড় ছিড়বে
আরো পড়ুন :– জানুন মকর সংক্রান্তিতে সূর্য কাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )