২৩ সালে সব বিধানসভা নির্বাচন জিততে হবে ! কড়া বার্তা টিম মোদীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : হিমাচল প্রদেশে ধরাশায়ী হয়েছে বিজেপি। দিল্লি পুরনিগমের নির্বাচনেও আপের কাছে হার মানতে হয়েছে। কর্মসমিতির বৈঠকের আগে প্রবল চাপের মধ্যে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এহেন পরিস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকে কড়া বার্তা দিলেন। সাফ জানালেন, ২০২৩ সালে ন’টি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। একটাও রাজ্যে হারা চলবে না বিজেপির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই দেখছে বিজেপি নেতৃত্ব। সমস্ত রাজ্যেই জয় পেতে মরিয়া নাড্ডা।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

দিল্লিতে মহা রোড শো করে এসে কর্মসমিতির বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই নাড্ডার বক্তৃতা। কর্মীদের উদ্দেশে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি সাফ জানিয়ে দেন, ২৩ সালের একটি বিধানসভাতেও যেন না হারে বিজেপি। চলতি বছরেই কাশ্মীরে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেখানেও জয় পেতে কোমর বেঁধে নামতে চাইছে বিজেপি। যেসমস্ত রাজ্যে দলের সংগঠনের বেহাল দশা, সেখানে পুরোদমে কাজে লেগে পড়তে হবে দলীয় কর্মীদের। লোকসভা নির্বাচনের আগে দেশের সব প্রান্তেই সংগঠনের জোর বাড়ানোর ডাক দিয়েছেন নাড্ডা।

গুজরাটের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। সেই জয়ের জন্য রাজ্যের কর্মীদেরই ধন্যবাদ জানিয়েছেন নাড্ডা। সেই সঙ্গেই হিমাচলের হারের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর বক্তব্যে। কর্মীদের উদ্দেশে নাড্ডার বার্তা, হিমাচলের ধারা পালটাতে পারেনি বিজেপি। আগামী দিনে এই রাজ্যের ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী নাড্ডা।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

কর্মসমিতির বৈঠক শুরু হওয়ার আগে গুঞ্জন শোনা গিয়েছিল, লাগাতার ব্যর্থতার জেরে নাড্ডার উপর বেশ অসন্তুষ্ট বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই সর্বভারতীয় সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে নাড্ডার উপরেই আস্থা রাখল বিজেপি। লোকসভা নির্বাচনে নাড্ডার নেতৃত্বেই লড়বে বিজেপি। মন্ত্রিসভাতেও বেশ কিছু রদবদল করা হতে পারে। তবে সোমবারের বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন