Bangla News Dunia , পল্লব : সংসদে বাজেট অধিবেশন চলাকালীন সময়েই বাজেট পেশ করা হয়। প্রতি বছরেই সাধারণত ১ লা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। অন্যদিকে, এবছরে বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে, তা চলতে পারে ৮ এপ্রিল পর্যন্ত। 2023-24-র কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি বেলা ১১টার সময় লোকসভাতে পেশ করা হবে।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
গত বছর যেমন করে অর্থমন্ত্রী বাজেট পেশ করেছিলেন, তেমনই একই ভাবে এই বছরও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশের আগে ৩১ জানুয়ারি সংসদে আর্থিক সমীক্ষা পড়বেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
হঠাৎ করেই বাজেট তৈরি হয়ে যায় না। প্রস্তুতি শুরু হয়ে যায় সাধারণ ভাবে অগস্ট, সেপ্টেম্বর মাস থেকেই। একাধিক প্ল্যানিং-পরিকল্পনার পর তৈরি হয় বাজেট। নীতি আয়োগ ও সংশ্লিষ্ট অন্য মন্ত্রকের সঙ্গে আলোচনার পরেই এই বাজেট তৈরির প্রক্রিয়া শেষ হয়। বাজেট পেশের পর নতন অর্থবর্ষে অর্থাৎ ১ এপ্রিল সংসদের উভয়কক্ষে এই বাজেট পেশ করা হয়।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
এবারের বাজেট থেকে কী কী প্রত্যাশা রয়েছে আমজনতার ?
মুদ্রাস্ফীতি এখনও দাঁত, নখ বের করে রয়েছে। এমতাবস্থায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। মধ্যবিত্ত শ্রেণি এই বাজেট থেকে করছাড়ের প্রত্যাশা করছেন। আবার সঞ্চয়ের উপর কর ছাড়ের আশা করা হচ্ছে। পাশাপাশি দাবি করা হয়েছে কর বাড়াতে হবে তামাকজাত দ্রব্যের উপর।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর