যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে চীন ? ড্রাগনের পদক্ষেপ বাড়ছে জল্পনা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : লাদাখ সীমান্তে মোতায়েন ‘পিপলস লিবারেশন আর্মি’র সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজধানী বেজিংয়ে পিএলএ-র সদর দফতর থেকে ভিডিয়ো মারফত জিনপিং কথা বলেন পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন চিনের সেনার সঙ্গে। যুদ্ধের জন্য সেনা প্রস্তুত রয়েছে কি না তারও খোঁজ নেন চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, জিনপিং পিএলএ সদর দফতর থেকে ‘জ়িনজিয়াং মিলিটারি কম্যান্ডে’র অন্তর্গত খুনজেরাবের সীমান্ত রক্ষা কেন্দ্রে উপস্থিত সেনাকর্মীদের সঙ্গে কথা বলেন। ভৌগোলিক ভাবে এই অঞ্চলে সরাসরি ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্তের অবস্থান নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিতর্কও রয়েছে। ফলে জিনপিংয়ের এই আলাপচারিতার তাৎপর্য বিপুল বলেই মনে করা হচ্ছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, জিনপিং সেনাকর্মীদের যুদ্ধ প্রস্তুতি খতিয়ে জানতে চান। যে কোনও সময় যুদ্ধ লাগলে কী ভাবে প্রত্যাঘাত, কথা বলে তা-ও জেনে নেন। সেনাকর্মীদের জিনপিং বলেন, ‘‘সাম্প্রতিক কয়েক বছরে এই এলাকা প্রতিনিয়ত পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। তার প্রভাব পড়েছে সেনার উপরও।’’

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

২০২০-এর ৫ মে, পূর্ব লাদাখে ভারতীয় সেনা এবং পিএলএ নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাতে দু’তরফেই বেশ কয়েক জনের মৃত্যু হয়। এই ঘটনার পরই ভারতের সঙ্গে চিনের সীমান্ত বিবাদ নয়া পর্যায়ে উন্নীত হয়। দুই দেশের মধ্যে তার পর উত্তেজনা প্রশমনে ১৭ বার সামরিক পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু সমস্যা সমাধান হয়নি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন