বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ওপর হামলা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bangladesh hindu attack

Bangla News Dunia , পল্লব : বাংলাদেশের হিন্দুদের সব থেকে বড় সংগঠন জাতীয় হিন্দু মহাজোট হামলার খবর স্বীকার করেছে। ছবি প্রকাশ করে তারা হামলাকারীর নাম আক্রম বলে জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় পুজো উদ্যোক্তাদের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। যা নিয়ে বাড়ছে উত্তেজনা।

আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বাংলাদেশের ফের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। এবার সেই দেশের নেত্রকোণায় সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজও। জানা গিয়েছে, বাংলাদেশের নেত্রকোণা জেলার পূর্বধলা বাজারের এক মৃৎশিল্পী বেশ কয়েকটি সরস্বতী মূর্তি তৈরি করেছিলেন।

মূর্তি গুলি মণ্ডপে নিয়ে যাওয়ার ঠিক আগে গত ২৩ জানুয়ারি রাতে এক ব্যক্তি শিল্পালয়ে ঢুকে বেশ কয়েকটি মূর্তিতে ভাঙচুর চালায়। মূর্তির মাথা ও হাত ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়। ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে এখনো পর্যন্ত ১ ব্যক্তিকেই দেখা গিয়েছে।

আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর

বাংলাদেশের হিন্দুদের সব থেকে বড় সংগঠন জাতীয় হিন্দু মহাজোট হামলার খবর স্বীকার করেছে। ছবি প্রকাশ করে তারা হামলাকারীর নাম আক্রম বলে জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় পুজো উদ্যোক্তাদের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের তরফে এব্যাপারে কোনও প্রতিক্রিয়াও জানানো হয়নি।

শেখ হাসিনার সরকারের জমানায় বাংলাদেশে বার বার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রীস্টানদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- ৮৭-র বৃদ্ধার শরীরের উপর ঝড় তোলেন ৮৯-এর বৃদ্ধ ! তুমুল সঙ্গম !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন