Bangla News Dunia , পল্লব : স্বাধীনতার অমৃত মহোৎসবের সূচনায় লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কর্তব্য পথ জীবনের পথ হওয়া উচিত। দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত যে রাস্তার নাম এখন রাজপথ, তার নাম বদলে ‘কর্তব্য পথ’ করার কথা ঘোষণা করেছিলেন তিনি। নতুন নামকরণের পর প্রথম বার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হতে চলেছে সেই পথে। সকাল ১০টা থেকে বদলে যাওয়া রাজপথে পালিত হবে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকবে শুধু দেশে তৈরি অস্ত্র। পাশাপাশি থাকবে নারীশক্তির প্রদর্শন। গত বছরের স্বাধীনতা দিবসে অমৃত মহোৎসবের সূচনায় ব্রিটিশ জমানার ২৫ পাউন্ডার কামানের বদলে তোপধ্বনিতে ব্যবহার করা হয়েছিল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা-র তৈরি ১৫৫ মিলিমিটারের ‘অ্যাডভান্সড টাওড আর্টিলারি গান সিস্টেম’।
বৃহস্পতিবার দিল্লির রাজপথে ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড (বিডিএল)-এর তৈরি ‘ভূমি থেকে আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হবে। থাকবে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ এবং রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি শব্দের চেয়ে দ্রুতগামী (সুপারসনিক) ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। ডিআরডিওর তৈরি ভারী ট্যাঙ্ক অর্জুন এবং সাঁজোয়া গাড়িবাহিত ১৫৫ মিলিমিটার হাউইৎজার ‘কে-৯ বজ্র’।
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর
সেনায় মহিলাদের যোগদান যত বেড়েছে ততই তাঁদের উজ্জ্বল উপস্থিতি দেখা গিয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। ২০১৯ সালে প্রজাতন্ত্র দিবসে ভারতীয় সেনার পুরুষবাহিনীকে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট ভাবনা কস্তুরি। প্রথম মহিলা অফিসার হিসেবে সেই সম্মানের অধিকারী হন তিনি। তার পরের বছর সেনা দিবসের প্যারেডে প্রথম বার কোনও মহিলা হিসেবে প্যারেডের নেতৃত্ব দেন কোরস অব সিগন্যাল-এর ক্যাপ্টেন তানিয়া শেরগিল। নারী ক্ষমতায়নের লক্ষ্যে এ বারের শোভাযাত্রাতেও মহিলাদের উপস্থিতি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সেনা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল