Bangla News Dunia , পল্লব : করোনা সংক্রমনের দাপটে 2022 সালের বাজেটের সময়ে বাতিল করতে হয়েছিল ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠান। তবে এবার সেই ব্যতিক্রমী রাস্তায় হাঁটল না কেন্দ্র। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে এই বছরের 26 জানুয়ারি, বৃহস্পতিবার বাজেটের আগের ঐতিহ্যবাহী হালুয়া অনুষ্ঠান আয়োজন করা হবে। বার্ষিক ঐতিহ্যটি বাজেট-সম্পর্কিত সমস্ত ইভেন্টের সূচনা হিসেবে ধরা হয়।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
অনুষ্ঠানের পর কর্মচারীর যারা বাজেট তৈরির প্রক্রিয়ার অংশগ্রহন করেছিল তারা প্রায় 10 দিনের জন্য উত্তর ব্লকের বেসমেন্টে চলে যায়। ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্ষিক বাজেট পেশ না করা পর্যন্ত তাঁরা সেখানে থাকেন। কোনও তথ্য যাতে ফাঁস হয়ে না যায় তার জন্য এই পদক্ষেপ।
বুধবার একের পর এক টুইট বার্তায় মন্ত্রক জানিয়েছে যে হালুয়া অনুষ্ঠানটি নর্থ ব্লকের ভিতরে অবস্থিত বাজেট প্রেসে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে হালুয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীরা, অর্থ মন্ত্রকের সচিব ছাড়াও সিনিয়র আধিকারিক এবং কেন্দ্রীয় বাজেট প্রেসের সদস্যরা উপস্থিত থাকবেন।
আরো পড়ুন :- শিল্পে লগ্নি টানায় প্রথম দশেও নেই বাংলা ! মাথায় হাত মুখ্যমন্ত্রীর
হালুয়া উৎসব আসলে একটি বহু প্রাচীন প্রথা। বাজেট পেশের আগে এই রীতি অনুষ্ঠিত হয়। সংসদের নর্থ ব্লকের অর্থ মন্ত্রকের হেডকোয়ার্টারে এই উৎসবের আয়োজন করা হয়। বাজেট পেশের আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একেবারে শেষ ধাপে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। বাজেট তৈরির সঙ্গে অর্থ দফতরের যে কর্মচারীরা একেবারে সরাসরিভাবে যুক্ত তাঁদেরকে একটি বড় কড়াইয়ে হালুয়া প্রস্তুত করে খাওয়ানো হয়। খোদ অর্থমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল