Bangla News Dunia , পল্লব : আসন্ন কেন্দ্রীয় বাজেট প্রস্তুতির যাবতীয় পর্ব সম্পন্ন। বৃহস্পতিবার হয়ে গেল দীর্ঘ ঐতিহ্যবাহী হালুয়া উৎসবও। ফলে অর্থমন্ত্রীর তরফে সংসদে বাজেট পেশ করা শুধুমাত্র কয়েকদিন সময়ের অপেক্ষা। এদিন নর্থ ব্লকের এই বিশেষ হালুয়া উৎসবে হাজির ছিলেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এছাড়া হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং ডঃ ভাগবত কিষানরাও কারাদও।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
বাজেট দেশের জন্য একটি বড় বিষয়। প্রতি বছরের নিয়ম মেনে বাজেটের আগে ‘লক-ইন’ প্রক্রিয়া শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হয় এই হালুয়া অনুষ্ঠান। এদিনের পর থেকেই শুরু হয় বাজেট ছাপানোর কাজ। রীতি মেনেই একটি বড় কড়াইতে প্রস্তুত করা হয় এই হালুয়া। অর্থ মন্ত্রকের আধিকারিক ও যে কর্মীরা বাজেট পরিবেশনের সঙ্গে সরাসরি যুক্ত, তাঁদেরকে সেই হালুয়া পরিবেশন করা হয়।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
এদিন কর্মীদের হাতে হালুয়া তুলে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। হালুয়া পরিবেশনের পর সংসদে বাজেট পেশ না হওয়া পর্যন্ত আধিকারিক এবং অন্য কর্মীরা কার্যত ‘লক’ মুডে চলে যান। এই দিন গুলি তাঁদের কাটবে অর্থমন্ত্রকের নর্থ ব্লকের বেসমেন্টেই। সেখানেই চলবে কেন্দ্রীয় বাজেট ছাপানোর কাজ।
এই ক্ষেত্রে এই কর্মীর সংখ্যা প্রায় 100 জন। এই কয়েকদিনের জন্য, পরিবারের থেকেও বিচ্ছিন্ন হয়ে থাকেন কর্মীরা। তবে, ঊর্ধ্বতন আধিকারিকরাই উত্তর ব্লকের অফিস ছেড়ে বাড়ি যাওয়ার অনুমতি পান।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর