লোকসভা নির্বাচনে তামিলনাড়ু থেকে লড়বেন মোদী ? জল্পনা উসকে দিলেন আন্নামালাই

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ২০২৪-র লোকসভা নির্বাচনে কোথা থেকে ভোটে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ? বারাণসীর বদলে অন্য কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি? ভোটের এক বছর আগে সেই জল্পনা উস্কে দিলেন তামিলনাড়ুর রাজ্য BJP সভাপতি কে আন্নামালাই। সম্প্রতি সংবাদ সংস্থা ANI-র অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই তিনি বলেন, “আগামী ভোটে আঞ্চলিক সীমারেখার বাইরে বেরিয়ে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী মোদী। তামিলনাড়ুর জনতা কখনই তাঁকে বহিরাগত হিসেবে দেখেনি। তাঁকে ঘরের ছেলের মতো করেই দেখেছে।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

গত একমাসের তামিলনাড়ুর রাজনীতি সংক্রান্ত খবরে চোখ রাখুন। দেখতে পাবেন এই রাজ্য থেকে প্রধানমন্ত্রী মোদী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জল্পনা ছড়িয়েছে। অনেকেই জানতে চাইছেন তামিলনাড়ুর কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।” ২০১৪-র লোকসভা ভোটে দু’টি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন মোদী। একটি ভদোদরা অপরটি উত্তরপ্রদেশের বারাণসী। দু’টি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জেতেন তিনি।

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

২০২৪-র ভোটের আগে তিনি কেন্দ্র বদল করতে পারেন বলে জল্পনা উস্কে দিলেন তামিলনাড়ুর BJP রাজ্য সভাপতি। সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন কে আন্নামালাই। তাঁর কথায়, “দু’দিন আগেই তামিলনাড়ুর থুথুকুদি এলাকায় একটি চায়ের দোকানে গিয়েছিলেন। একজন মোদীজির বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, মোদীজি যে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এ ব্যাপারে আমি কতটা নিশ্চিত ?

তামিলনাড়ুর কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী মোদী ? তামিলনাড়ুর BJP রাজ্য সভাপতির সাফ জবাব, “রামানাথাপুরম কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী মোদী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। তবে এটা নিছকই একটা জল্পনা। যা নিয়ে তামিল জনতা আলোচনা করছে। সকলে চাইছে, এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করুন। এটাই প্রমাণ করে দেশের দূরবর্তী কেন্দ্রেও কতটা জনপ্রিয় তিনি।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন