মহাবিপাকে পাকিস্তান ! ধ্বংসের দুয়ারে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

shehbaz sharif , pakistan

Bangla News Dunia , পল্লব : আরও বিপাকে পাকিস্তানের অর্থনীতি। একদিনের মধ্যে চিনের একটি বাণিজ্যিক ব্যাঙ্কে ঋণ পরিশোধ করতে হবে পাকিস্তানের। যদি ৫০০ মিলিয়ন ডলারের এই ঋণ শোধ করতে না পারে তাহলে দেউলিয়া ঘোষণা করা হতে পারে দেশটিকে। এখনও পর্যন্ত পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় ১২৬ বিলিয়ন ডলার। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিনকে দিতে হবে। তা করতে ব্যর্থ হলে 1.512 ট্রিলিয়ন ডলারের পাকিস্তানি অর্থনীতি একটি বড় বিপদের মধ্যে পড়তে পারে।

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

শ্রীলঙ্কার স্মৃতি এখনও তাজা। পাকিস্তানের অর্থনীতিবিদরা আশঙ্কায় রয়েছেন। তাঁদের বক্তব্য, পাকিস্তান যদি ঋণ শোধ করতে না পারে দেশটি দ্বিতীয় শ্রীলঙ্কা হতে পারে। একটি দেশ ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে, তখন তাকে সার্বভৌম ঋণ শোধে ব্যর্থতা হিসাবে দেখা হয়। এরফলে সংশ্লিষ্ট দেশটিকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন ভবিষ্যতে ঋণ পাওয়ার ক্ষেত্রে সুদের হার দিতে হয় বেশি। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে অস্বীকার করে।

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল, তার একটি লেখায় উল্লেখ করেছেন, তাঁদের দেশের ঋণদাতাদের টাকা শোধ করার জন্য কোনও সংস্থান নেই। এমতাবস্থায় অন্য ঋণ পরিশোধের জন্য অপর কোনও পাওনাদারের কাছ থেকে ঋণ নেওয়ার চেষ্টা করতে হবে। বৈদেশিক ঋণ শোধ করতে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে অন্য দেশ থেকেও ঋণ পাওয়া খুব কঠিন হয়ে পড়বে।

পাকিস্তানের অর্থনীতির কিছু রিসার্চ পেপারে বলা হয়েছে, ঋণ পরিশোধের জন্য বারবার ঋণ নেওয়া দেশটির অর্থনৈতিক সঙ্কট গভীরে রয়েছে। ঋণ সঙ্কট বেড়ে যাওয়ায়, অর্থনৈতিক চাপ এখন একেবারে সাধারণ মানুষের উপর এসে পড়েছে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন