ব্রেকিং : সুস্থ হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ,আইসিইউ থেকে বার করা হলো

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, সমরেশ দাস : – এই মুহূর্তে ভালো খবর হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগের থেকে ভালো অনুভব করছেন এবং তাকে আই সি ইউ থেকে জেনারেল বেড-এ দেওয়া হয়েছে ।

এর আগে বরিস জনসন গত ২৭শে মার্চ শারীরিক অসুস্থ বোধ করলে তিনি নিজে তার বাসস্থান ১০নম্বর ওয়েলিং স্ট্রিট এর বাড়িতে চলে গিয়েছিলেন এবং হোম কোয়ারান্টিনে এ ছিলেন । তিনি সমস্ত কাজ বাড়িথেকেই করছিলেন , ভিডিও কনফারেন্সিং করে সমস্ত কাজের খোঁজ ও নিচ্ছিলেন । কিন্তু হটাৎ করে এই মাসের প্রথম দিকে তার হটাৎ প্রচন্ড জ্বর আসলে তাকে হসপিটালে ভর্তি করানো হয় ও তাকে আই সি ইউ রাখা হয় । তারপর পর পর তিন রাত্রি তিনি হসপিটালে থাকার পর অনেকটাই সুস্থ বোধ করেন এবং তাকে আই সি ইউ থেকে জেনারেল বেড এ স্থানান্তরিত করা হয় ।

বরিস জনসন , borish johnson

[ আরো পড়ুন : পোল্যান্ডে ছড়ালো আফ্রিকান সোয়াইন ফিভার ]

তার এই দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকেরা অনেকটাই আশাবাদী , যেখানে ব্রিটেন এর অবস্থা খুব সংকট জনক সেখানে এতো দ্রুত সুস্থ হয়ে  ওঠাতে চিকিৎসকেরা খুব খুশি । এটা যেন তাদের কাছে একটা নতুন আলো দেখালো ও তারা চিকিৎসাতে এক নতুন উদ্যম খুঁজে পেলেন ।

[ আরো পড়ুন :- করোনার জেরে আর্থিক মন্দা আমেরিকায় ]

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন