Bangla News Dunia , পল্লব : জানুয়ারির প্রথম থেকেই হু হু করে বেড়েছিল সোনার দাম । সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৭ হাজার ছুঁই ছুঁই ছিল সোনার দাম। কেন্দ্রীয় বাজেটের আগে অনুমান করা হচ্ছিল, চোরা চালান রুখতে এই বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমাবে কেন্দ্রীয় সরকার। তবে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। সেখানে সোনার উপর আমদানি শুল্ক কমানোর পরিবর্তে বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। আরও বাড়তে পারে সোনার দাম।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
বাজেটের পরই দেশীয় বাজারে বেড়েছিল সোনার দাম। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৬৫০ টাকা। আর বাজেটের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারিও দাম বাড়ে সোনার। সেদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা। গতকাল সর্বকালীন রেকর্ড ভেঙে ৫৮ হাজারের গণ্ডি পার করেছিল হলুদ ধাতুর দর।
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আইসিআইসিআই ডিরেক্টের পূর্বাভাস সোনার দাম সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। কমোডিটি মার্কেটে ৬২ হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে সোনার দর। এদিকে সোনার পাশাপাশি রুপোর দাম নিয়েও যথেষ্ট মাথাব্যথার কারণ রয়েছে।
সোনার পাশাপাশি রুপোর দামেও বড় লাফ দেখা যাচ্ছে। আইসিআইসিআই-র রিপোর্ট অনুযায়ী, রুপোর দামও এ দিন ঊর্ধ্বমুখী থাকবে। ১ কেজি রুপোর দাম এই বছর ৮০ হাজারের গণ্ডি পেরোতে পারে।
আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের
আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭
আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’