Bangla News Dunia , আবির:- ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরুর আগে যাবতীয় আলোচনার কেন্দ্রে নাগপুরের বাইশ গজ। অভিযোগ উঠেছে, এমন ভাবে পিচ তৈরি করা হয়েছে, যাতে বা-হাতি ব্যাটসম্যানরা বেশি সমস্যায় পড়েন। আর অস্ট্রেলীয় দলে প্রথম আট জনে ছ’জন পর্যন্ত বাঁ-হাতি খেলার সম্ভাবনা আছে।
আরো পড়ুন :-আবাস অনুমোদনে বাড়াল সময়সীমা
ঘটনার সূত্রপাত, অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের তরফে কয়েকটি ছবি গণমাধ্যমে তুলে দেওয়া থেকে। সেই ছবি তুলে দিয়ে বলা হয়েছে, পিচের দু’প্রান্তে, যেখানে বাঁ-হাতি ব্যাটসম্যানদের গুডলেংথ অঞ্চল হবে, সেখানে না জল দেওয়া হচ্ছে, না রোলার চালানো হচ্ছে। এর ফলে পিচের ওই বিশেষ অংশ অনেকটাই শুকনো হয়ে আছে।
এই নিয়েই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেপসির মন্তব্য, “আমার ধারণা ভারতীয় পিচ প্রস্তুতাকারকেরা সবসময় মাথায় রাখেন কী ভাবে তাঁদের দেশের দল সুবিধে পেতে পারে। সাধারণ ভাবে ওরা মনে করে, স্পিনাররাই ম্যাচের ভাগ্য গড়বে। সেটাই অস্ট্রেলিয়াকে হারানোর মোক্ষম অস্ত্র।”
আরো পড়ুন :-BREAKING: লক্ষ্মীর ভাণ্ডার: চালু হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি
পিচ নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে। যা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে ওঠেন। রোহিত। ইচ্ছাকৃত ভাবে পিচের কিছু কিছু অংশ খারাপ করে দেওয়া হচ্ছে কি না, অস্ট্রেলীয় সাংবাদিকের এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, “পিচ নিয়ে কী করা হচ্ছে, সে সব না ভেবে ক্রিকেট খেলাটার উপরে নজর
দেওয়া উচিত। মনে রাখবেন, যে ২২ জন ক্রিকেটার এই টেস্টে খেলবে, তারা সবাই খুব ভাল। তাই পিচ নিয়ে অহেতুক ভাবার কোনও মানে হয় না।” যোগ করেন, “পিচ কী রকম আচরণ করবে, বল কতটা ঘুরবে, বল কতটা নড়াচড়া করবে এ সব ভুলে গিয়ে মাঠে নেমে ভাল খেলতে হবে। সেটাই হল আসল ব্যাপার।”
আরো পড়ুন :-মিড-ডে মিল দুর্নীতি, ক্যাগকে অডিটের অনুরোধ
অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সও পিচ নিয়ে বেশি ভাবতে নারাজ। বুধবার সাংবাদিক বৈঠকে পিচের এসে তিনি পিচ-বিতর্ককে দূরেই সরিয়ে রেখেছেন তিনি। তবে স্বীকার করেছেন, বাঁ-হাতি ব্যাটসম্যানদের খেলতে একটু সমস্যা হবে। কামিন্স বলেছেন, “এ রকম পরীক্ষায় তো বসতেই হবে। ঘরের মাঠে খেলতে নামা দল সব সময়ই জিততে চাইবে।” এর পরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার আরও বলেন, “অস্ট্রেলিয়ায় আমরা বাউন্সে ভরা গতিশীল পিচ পাই। ঘরের মাঠে সুবিধে নেওয়াটা খারাপ কিছু নয়। এটা একটা অন্য রকম পরীক্ষা। এখানে পরিবেশ- পরিস্থিতি ঘরের দলের পক্ষে থাকে। এই সব পরীক্ষার মুখে পড়তে হয় বলেই তো এখানে খেলা এত কঠিন।”
আরো পড়ুন :-পুত্রসম শুভেন্দুকে ক্ষমার বার্তা মানসের
ক্রিকেট-কিংবদন্তি সচিন তেন্ডুলকর মনে করেন, পিচ নিয়ে এত কথাবার্তা হওয়ার কোনও কারণ নেই। নাগপুরের পিচ নিয়ে সচিনের মন্তব্য, “এক জন আন্তর্জাতিক ক্রিকেটার সব ধরনের পিচেই খেলতে পারবে, এটাই প্রত্যাশিত। আমরা যখন অস্ট্রেলিয়ায় যাই, তখন তো ঘূর্ণি পিচ আশা করি না। আমরা জানি, অস্ট্রেলিয়ায় গতি আর বাউন্স থাকবে।” যোগ করেন, “ভারতীয় পিচে খেলার মতো প্রস্তুতি নিয়েই এসেছে অস্ট্রেলিয়া।”
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
হঠাৎ অকেজো একাধিক ‘সোশ্যাল মিডিয়া’ !https://t.co/sHa3LgJDeH
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 9, 2023
‘তৃণমূল থেকে BJP-তে বাংলার ৬ বিধায়ক’https://t.co/T0eNjPGkZ1
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 9, 2023
আরো পড়ুন :- উৎকর্ষ বাংলায় FAKE চাকরির নিয়োগপত্র দেন স্বয়ং মুখ্যমন্ত্রী, বিরাট কেলেঙ্কারি
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর
এইরকম আরো খবর পেতে দয়াকরে আমাদের চ্যানেল ফলো করুন