ভারতের বহু এলাকা অতি ‘ভূমিকম্প-প্রবণ’ ? দেখুন সেই সব অঞ্চলের তালিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

earthquake

Bangla News Dunia , পল্লব : আপনি কি জানেন ভারতের ৬০ শতাংশ এলাকা ভূমিকম্প-প্রবণ ? জেনে নিন কোথায় লুকিয়ে আছে ধরণী দ্বিধা হওয়ার গোপন বিপদ! ভূ-বিজ্ঞান মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের ৬০ শতাংশ এলাকা বিভিন্ন মাত্রার ভূকম্প-প্রবণ। গতবছর ডিসেম্বরে লোকসভায় এক লিখিত জবাবে মন্ত্রক একথা জানিয়েছিল।

আরো পড়ুন :- ফুরফুরা শরিফকে বিরাট উপহার দিলেন মমতা !

গোটা হিমালয় পার্বত্য এলাকা প্রবল ভূমিকম্প-প্রবণ। ২৪০০ কিমি দৈর্ঘ্যের হিমালয় পার্বত্য এলাকায় এর আগে মাঝারি থেকে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মাটির নীচে যে প্লেট রয়েছে, হিমালয় যেহেতু নবীন পর্বত, তাই সেই প্লেটগুলি এখনও সমান হয়নি। দেশের ভূকম্প-প্রবণ এলাকা গুলিকে চারটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে পাঁচ নম্বর জোনটি হল সবথেকে বিপজ্জনক এলাকা।

জোন ৫

জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশের পশ্চিম ভাগ, উত্তরাখণ্ডের পূর্বাঞ্চল, গুজরাতের কচ্ছের রন, উত্তর বিহারের কিছু অংশ এবং উত্তর-পূর্বী রাজ্যগুলি ছাড়াও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ।

জোন ৪

জম্মু-কাশ্মীরের একাংশ, লাদাখ, হিমাচলের বাকি অংশ, উত্তরাখণ্ডের কিছুটা, হরিয়ানা, পঞ্জাবের একাংশ, দিল্লি, সিকিম, উত্তরপ্রদেশের উত্তর ভাগ, বিহারের খুব সামান্য এলাকা, পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্রের একাংশ এবং রাজস্থানের পশ্চিম এলাকা এই জোনের মধ্যে পড়ে।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম

জোন ৩

কেরল, গোয়া, লাক্ষাদ্বীপ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাতের বাকি অংশ, পশ্চিমবঙ্গের একাংশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু এবং কর্নাটক জোন ৩-এর আওতায় পড়ে।

জোন ২

মূলত জোন ৩-এর আওতায় থাকা রাজ্য গুলির বাকি অংশ জোন ২ এলাকাভুক্ত। জোন ২ হল সবথেকে কম ভূমিকম্প-প্রবণ এলাকা।

আরো পড়ুন :- ‘তৃণমূল থেকে BJP-তে বাংলার ৬ বিধায়ক’

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন