‘সনাতন’ আর ‘হিন্দু ধর্ম’ কি একই ? জানুন বিশ্বের আদি ধর্মের কাহিনী

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : সনাতন ধর্ম বিশ্বের আদি ধর্ম । সনাতন ধর্ম শাস্ত্রে বলা হয়েছে, “ধর্মোমূল হি ভগবান……” অর্থাৎ এই ধর্মের মূল বা প্রবর্তক হচ্ছে স্বয়ং ঈশ্বর। তাই এটাই হচ্ছে প্রকৃত ঈশ্বর নির্দেশিত ধর্ম। এই ধর্ম মুনি-ঋষিদের সাধনালব্ধ সমন্বিত জ্ঞানের ফল। কালের অগ্রগতির সাথে সাথে যুগের সাথে সামঞ্জস্য রেখে মৌলিক তত্ত্বের কোন পরিবর্তন ছাড়া এটি ক্রমশঃ বিকশিত হচ্ছে।

আরও পড়ুন : জীবনে সদা সর্বদা সাফল্য পেতে চান ? মেনে চলুন গীতার অমৃত বাণী

‘হিন্দু’ শব্দের উৎপত্তি আর্যদের দ্বারা। তারা ছিল অগ্নি উপাসক আর্য । তারা ‘স’-র স্থলে ‘হ’ উচ্চারণ করতো। তারা উত্তর-পশ্চিম ভারতের সিন্ধু অঞ্চল দিয়ে ভারতবর্ষে প্রবেশের সময় সিন্ধু নদের তীরে বসবাসকারীদের বলতো ‘হিন্দু’ । এই থেকে ভারতবর্ষেরও আর একটি নাম হয় ‘হিন্দুস্থান’ । তারা পাঁচ শত বছর ভারতবর্ষ শাসন করে। তখনো ইসলাম ধর্মের আবির্ভাব হয় নাই।

এই হিন্দুদের জীবন প্রক্রিয়া প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে গড়াম এই ভাবে নানা নিয়ম এদের জীবনে স্থান নেয়। কোন বিশেষ ব্যক্তি এসব নিয়মের প্রবর্তক নয়। জীবন প্রক্রিয়াকে সনাতন প্রক্রিয়া বলে। হিন্দুরা এই সনাতন প্রক্রিয়া ধারন করে বলে তাদের ধর্ম সনাতন।

আরও পড়ুন : জীবনে তিনটি জিনিষ খুবই গুরুত্বপূর্ণ , বলে গেছেন আচার্য চানক্য

বৈষম্যমূলক ট্যাক্স জিজিয়া কর প্রয়োগ পরবর্তী ভারতবর্ষে বসবাসকারী উনিশ শতকের হিন্দুরা হিন্দু ধর্মকে সনাতন ধর্মের সাথে জড়িত বলে মনে করে। ভারতের ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও মতাদর্শ নিয়েই জন্ম নিয়েছে হিন্দু ধর্ম। হিন্দুদের ধর্ম তাই ‘হিন্দু’ ও ‘সনাতন’ এই দুই নামেই পরিচিত।

আরো পড়ুন :- BREAKING: লক্ষ্মীর ভাণ্ডার: চালু হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি

আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন