Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- বিশ্ব জুড়ে করোনা আতঙ্কের মধ্যে এবার আর একটি আশঙ্খার কথা শোনালো রাষ্ট্রপুঞ্জ । সন্ত্রাসবাদীরা এই ধরনের মারণ ভাইরাসকে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করে বিভিন্ন দেশে জীবাণু যুদ্ধ শুরু করতে পারে। বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে একটি ভিডিও কনফারেন্স হয়। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন কোভিড–১৯কে এখনও পর্যন্ত বিশ্বে এক স্বাস্থ্য সঙ্কট হিসেবেই ধরা হয়েছে ।
[ আরো পড়ুন :- লক ডাউনে বন্ধ নেশা , স্বস্তিতে অভিভাবকেরা ]
বিশ্ব জোড়া এই মহামারী সংক্রমণের জেরে এমন সামাজিক অস্থিরতা এবং গৃহযুদ্ধ শুরু হতে পারে, যে শেষ পর্যন্ত রোগ সংক্রমণ প্রতিরোধের সক্ষমতাকেই নষ্ট করবে। বর্তমানে বিভিন্ন দেশের সরকার যখন করোনা সংক্রমণ ঠেকাতে ব্যস্ত, তার সুযোগ নেবে সন্ত্রাসবাদীরা। এই সংক্রমণ সন্ত্রাসবাদীদেরও দেখিয়ে দিয়েছে, কত সহজে একটা জীবাণু হামলা দিয়ে সবাইকে কাবু করে ফেলা যায়। কাজেই সন্ত্রাসবাদীরা যে সেই পথেই ভবিষ্যতে চলবে না, এমন কথা বলা যায় না।
এছাড়াও আরও একটি মারাত্মক আশঙ্কা করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব । করোনা মহামারীর আবহে বিশ্বশান্তি নিয়েও উদ্বেগে গুতেরেস। করোনা–সঙ্কট আমাদের সামাজিক অস্থিরতা ও হিংসার দিকে ঠেলে দিচ্ছে। ফলে রোগের বিরুদ্ধে লড়াইটা আরও কঠিন হয়ে পড়তে পারে। এতে আগামীদিনে লিঙ্গ বৈষম্য বাড়তে পারে এবং হিলারা নিপীড়নের শিকার হতে পারেন। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের কথায়, এটা আমাদের প্রজন্মের বড়ো লড়াই।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেসের মতে, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় পরীক্ষার সামনে পড়তে চলেছে নিরাপত্তা পরিষদ। এর আগে ২৩ মার্চ অন্য সমস্যা তুলে রেখে করোনা মোকাবিলায় বিশ্বশান্তির বার্তা দিয়েছিলেন আন্তোনিও গুতেরেস।