GOOD NEWS : ভারতে পাওয়া গেলো ৩৩৮৪০০০০০০০০০ কোটি টাকার সাদা সোনা !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ দেব :- আপনি ভাবছেন সোনা আবার সাদা হয় নাকি। সোনা তো হয় হলুদ রঙের। তবে পেট্রোলিয়ামকে বলা হয় কালো সোনা। আর এই পেট্রোলিয়াম পেয়েই আজ ধনী দেশে পরিণত হয়েছে আরব দেশ গুলি। তবে সাদা সোনা বলা হয় লিথিয়ামকে। লিথিয়াম এতই মূল্যবান যে তাকে সাদা সোনা বলা হয়। লিথিয়াম দেখতে সাদা, তাই তাকে সাদা সোনা বলা হয়। ভারতের জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় লিথিয়ামের বিরাট ভান্ডারের হদিস পাওয়া গিয়েছে। যার জেরে বদলাতে চলেছে দেশের ভবিষ্যৎ।

আরো পড়ুন :- বিশ্বের প্রাচীনতম ধর্ম ইসলাম ! আজব দাবি ধর্মগুরুর

এত দিন পর্যন্ত ভারতকে লিথিয়ামের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হত। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশ গুলির উপর। লিথিয়াম আমদানির জন্য এযাবৎ কাল মূলত আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার উপর নির্ভরশীল ছিল ভারত। অন্য দেশ থেকে লিথিয়াম আনতে খরচও হত অনেক। এ বার দেশের মাটিতেই মিলল সেই ‘অমূল্য সম্পদ’-এর ভান্ডার। ফলে নতুন বছরের শুরুতেই ‘লক্ষ্মীলাভ’ হয়েছে ভারতের। এই প্রথম দেশে বিপুল পরিমান লিথিয়াম পাওয়া গিয়েছে। যে পরিমাণে পাওয়া গিয়েছে, তা ‘লক্ষ্মীলাভ’ই বলা যায়। জম্মু ও কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন বা ৫৯ লক্ষ টন লিথিয়ামের খোঁজ পেয়েছে ভূ-তাত্ত্বিক বিশেষজ্ঞরা।

আরো পড়ুন :- Valentine Day : প্রেমদিবসের আগে FREE-তে কন্ডোম দেবে সরকার !

আরো পড়ুন :- ভারতীয় সেনাকে ‘কৃতজ্ঞতা চুম্বন’ তুর্কি মহিলার, তবে মাকে পেলেও বাকিরা নিখোঁজ নাসরিনের

বর্তমানে বৈদ্যুতিন গাড়ি, স্মার্টফোন কিংবা ল্যাপটপে যে ধরনের রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়, তাতে অন্যতম প্রধান উপাদান হল লিথিয়াম। আর বৈদ্যুতিন গাড়ি, স্মার্টফোন কিংবা ল্যাপটপ হলো ভবিষৎ। এই আবহে দেশের মধ্যেই লিথিয়ামের ভান্ডারের খোঁজ পাওয়া ‘অমূল্য রতন’ মেলার মতোই। শুধু তাই নয়, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও লিথিয়ামের ভূমিকা সর্বাধিক উল্লেখযোগ্য। দূষণ রুখতে দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র সরকার। আর এমন গাড়ির জন্য যে ব্যাটারির প্রয়োজন হয়, তা হল লিথিয়াম আয়ন ব্যাটারি। ফলে আগামী দিনে দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে সুবিধা হবে। আর এই বিপুল পরিমান অর্থ দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কাজে লাগবে। #end

আরো পড়ুন :- BIG BREAKING : বালিগঞ্জের পর এবার গড়িয়াহাটে উদ্ধার টাকার পাহাড় !

আরো পড়ুন :- ত্রিপুরায় বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ, দেখুন কি কি প্রতিশ্রুতি বিজেপির

আরো পড়ুন :- উদ্ধার হওয়ার টাকার সঙ্গে সরাসরি মমতার মন্ত্রীর যোগ !

আরো পড়ুন :- ৫ বছরে প্রায় কোটি কৃষকের ঘরে ১৫ হাজার কোটি টাকা, সৌজন্যে মমতা

আরো পড়ুন :- ফুরফুরা শরিফকে বিরাট উপহার দিলেন মমতা !

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন 

 

 

 

 

আরো পড়ুন :- বাংলা ভাগ হতে দেব না, ফের হুঁশিয়ারি মমতার !

আরো পড়ুন :- ২৮০০ চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের !

আরো পড়ুন :- ‘তৃণমূল থেকে BJP-তে বাংলার ৬ বিধায়ক’

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন