Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সমুদ্রের জলে । আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে জন্ম নিয়েছিল এককোষী অণুজীবরা । তার পর ধাপে ধাপে জন্ম নেই বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীরা । বিজ্ঞানীরা বলছে জীবজগতের বিস্তার স্থল ভাগের চেয়ে জল ভাগে অনেক বেশি । যা বেশির ভাগ অতল সমুদ্র গভীরে । এখনো অনেক প্রজাতি আছে যা মানব জগতের কাছে অজানা ।
সম্প্রতি ভারত মহাসাগরের গভীরে এক সামুদ্রিক দীর্ঘকার জীবের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার পশ্চিমে জাহাজে গবেষণারত কিছু বিজ্ঞানীরা এর অস্তিত্ব খুঁজে পেয়েছেন । আপোলোমিয়া নামক এক সিনোফোরা । এরা মূলত সামুদ্রিক জীব ।ছোট ছোট সামুদ্রিক প্রাণীদের শিকার করে এরা । সমুদ্রতল থেকে বেশ গভীরে এর খোঁজ মেলে । অনেকটা সর্পিলাকার এই প্রাণী পৃথিবীর দীর্ঘতম হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা ।
[ আরো পড়ুন :- করোনা পরীক্ষার নতুন বিধান বহু নমুনা একত্রে ( পুল টেস্টিং ) ]
রিমোর্ট দ্বারা নিয়ন্ত্রিত এক যন্ত্রে আর ছবি তোলা হয়েছে । পুরো প্রাণীটির দৈর্ঘ প্রায় ১৪৯ ফুট । এর দেহে এক ধরণের আলোক বিচ্ছুরণ লক্ষ করা গেছে । পুরো বিষয়টা খতিয়ে দেখছে বিজ্ঞানী মহল । ভিডিও প্রকাশের পর নেট দুনিয়াতে সারা ফেলেছে এই সদ্য আবিষ্কৃত প্রাণীটি ।