Bangla News Dunia, শারদীয়া রায় :- করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে ২০২২ সাল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার কর্মসূচি নিলো মার্কিন যুক্তরাষ্ট্র। করোনা মহামারীতে এখনো পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলো আমেরিকা। মৃত্যু মিছিল সেখানে এখনো অব্যাহত। গবেষকদের মতে করোনা ভ্যাকসিনের আবিষ্কার না হওয়া পর্যন্ত এই সামাজিক দূরত্বে বজায় রাখতে হবে। অর্থাৎ মানুষকে ঘরে থাকতে হবে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।
[ আরো পড়ুন :- স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন রক্ষাকবচ রাজ্য সরকারের ]
মহামারীর গতিপথের এক মডেল তৈরী করে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের টি.এইচ. চ্যান স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা গত মঙ্গলবার এক সায়েন্স জার্নালে এই তথ্য প্রকাশ করেছেন। পরবর্তীকালে এটি ঠাণ্ডাজনিত মৌসুমী রোগেও পরিণত হতে পারে বলে তাদের ধারণা । তবে পূর্ববর্তী সংক্রমণের তুলনায় এটি তখন কোন মাত্রায় পৌঁছবে এবং কতদিন স্থায়ী থাকবে তা এখনই বলা সম্ভব নয় । সামাজিক দূরত্বের শিথিলতা তুলে নিলে দ্রুত এই ভাইরাস ফিরতে পারে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। এর আগে হোয়াইট হাউসের গবেষকরা যে মত দিয়েছিলো যে গরম বাড়লে করোনার প্রকোপ কমবে এই গবেষণা কার্যত তাকে ভুল প্রমাণিত করলো।
গবেষকরা তাদের প্রতিবেদনে আরো লিখেছেন যে যতক্ষণ পর্যন্ত এই মহামারীর ভ্যাকসিন না আবিষ্কার হয় কিংবা চিকিৎসা ব্যবস্থা আশানুরূপভাবে উন্নত না হয় ততদিন পর্যন্ত এই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আপাত ভাবে এটি নির্মূল করা সম্ভব হলেও এই কোভিড -১৯ কে দীর্ঘদিন নজরদারিতে রাখতে হবে। ২০২৪ সাল পর্যন্ত এই ভাইরাসের প্রকোপ বর্তমান থাকবে বলে গবেষকদের অভিমত। যুক্তরাজ্যের শীর্ষ মহামারি বিশেষজ্ঞ নীল ফার্গুসন এই বিষয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে বর্তমানে করোনা সংক্রমন ঠেকাতে যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেগুলি শিথিল করে দিলে ফের সংক্রমণের আশংকা বাড়বে। সুতরাং সামাজিক দূরত্ব বজায় রাখাই শ্রেয়।